অখণ্ড কীর্ত্তন
গত ৬ই ফেব্রুয়ারী উত্তরবঙ্গের কোচবিহার জেলার ঢ্যাংঢিংগুড়িতে বিশিষ্ট আনন্দমার্গী নরেশচন্দ্র রায়ের বাড়িতে তিনঘন্টাব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন উপলক্ষ্যে স্থানীয় শতাধিক মার্গী ভাইবোন শ্রী রায়ের বাসভবনে সমবেত হয়েছিলেন৷ সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এই কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা ও স্বাধ্যায়ের পর আনন্দমার্গ দর্শন ও কীর্ত্তন মাহাত্ম সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য রবীশানন্দ অবধূত, আচার্য প্রমথেশানন্দ অবধূত শ্রী নরেশ রায় প্রমুখ৷