November 2021

কোচবিহারে শারদ উৎসব

আনন্দমার্গ প্রচারক সংঘের কোচবিহার ভুুক্তির পক্ষ থেকে আনন্দমার্গে চর্যাচর্যবিধি মতে শারদোৎসব পালিত হয়৷ ষষ্ঠীর দিন শিশুদিবসে পুণ্ডিবাড়ি মাস্টার ইউনিটে প্রভাত সঙ্গীত কীর্ত্তন ও মিলিত সাধনার পর শিশুদের হাতে শিক্ষার উপকরণ ও বিস্কুট চকলেট ইত্যাদি দেওয়া হয়৷

সপ্তমীর দিন সাধারণ দিবস উপলক্ষ্যে কোচবিহার ঘোগারকুঠিতে সাধারণ মানুষের হাতে বস্ত্র বিতরণ করা হয়৷ অষ্টমীর দিন ললিত কলা দিবস উপলক্ষ্যে ঢাংঢিংগুড়ি আনন্দমার্গ  স্কুলে অঙ্কন প্রতিযোগিতা হয় ও প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়৷

বাংলাদেশে বাঙালী বিদ্বেষী চক্রান্ত প্রতিবাদ ‘আমরা বাঙালী’র

সাম্প্রতিক বাঙলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর সন্ত্রাসবাদী কার্যকলাপ, খুন, লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ‘‘আমরা বাঙালী’’ দল৷ দলের অসম রাজ্য কমিটির সচিব সাধন পুরকায়স্থ বলেন, যারা বাঙলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা বাঙলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে, যারা বাঙলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল, যারা রাজাকার হিসেবে পাকিস্তানি হানাদারদের সাহায্য করেছিল, ৭১ এর স্বাধীনতা আন্দোলনকামী লক্ষ লক্ষ বাঙালীদেরকে খুনের মদতদাতা বা  হত্যাকারী, যারা বাঙালী জাতিসত্তাকে স্বীকার করে না, যারা বাঙালী মা-বোনদের সতীত্ব নষ্ট করেছিল, যারা দেশ টাকে  আবার পাকিস্তান বানাতে চায়৷ সেই জাতিদ্রোহী শক্তি শার

বরাক বাংলায় বলপূর্বক অসমীয়া চাপানোর চক্রান্ত

সম্প্রতি বরাক উপতক্যার বিভিন্ন জায়গায় সরকারি ভাষা আইন অমান্য করে জলজীবন মিশন সহ অন্যান্য সরকারি বোর্ড অসমিয়া ভাষায় লাগানো হয়েছে যাহা অসমের বরাক উপতক্যার ক্ষেত্রে ভাষা আইনের পরিপন্থী৷ এই বেআইনি কাজের প্রতিবাদ করতে গিয়ে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের যুব শাখার কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে অযথা হেনস্থা করা হচ্ছে, ‘আমরা বাঙালী’ অসম রাজ্য কমিটি সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছে৷

অখণ্ড কীর্ত্তন

গত ৪ ও ৫ই অক্টোবর পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ডিটের বাকুলদা আনন্দমার্গস্কুলে ২৪ঘন্টা ‘‘ৰাৰা নাম কেবলম্‌’ মহানাম মন্ত্র অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ মেদিনীপুর ডায়োসিসের বিভিন্ন প্রান্তের মার্গী ভাইবোন ও বহু সাধারণ মানুষ কীর্ত্তনে অংশগ্রহণ করেন৷ কীর্ত্তন পরিচালনা করেন অবধূতিকা আনন্দপূর্ণপ্রাণা আচার্যা, অবধূতিকা আনন্দউৎপলা আচার্যা, কন্টাই ডিট.এস প্রমুখ৷ কীর্ত্তন ও মিলিত সাধনার পর কীর্ত্তন মাহাত্ম ও মার্গের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন শ্রী সুভাষ পাল, জেলার ভুক্তি প্রধান মানস কালসার, অবধূতিকা আনন্দপূর্ণপ্রাণা আচার্যা প্রমুখ৷

পাঁশকুড়া ও আসানশোলে ত্রাণ

গত ১৭ই অক্টোবর পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের মাগুরি আনন্দমার্গ স্কুল থেকে আনন্দমার্গ ইয়ূনিবার্সাল রিলিফটিম বন্যা দুর্গত গ্রামবাসীদের হাতে চাল ডাল আলু চিড়ে ইত্যাদি খাদ্য দ্রব্য তুলে দেওয়া হয়৷ এই ত্রাণ কার্য পরিচালনায় ছিলেন আচার্য চিরাগতানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ উৎপলা আচার্যা, সুভাষ পাল, অনিল মণ্ডল সঞ্জিত কুমার বাগ প্রমুখ৷

পরলোকে গোবিন্দ পাল

গত ৩০শে সেপ্ঢেম্বর হুগলী জেলার মগরা গ্রামের আদর্শপরায়ন ও কর্মনিষ্ঠ আনন্দমার্গী শ্রী গোবিন্দ পাল পরলোক গমন করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর৷

গত ৭ই অক্টোবর মগরা বাসভবনে গোবিন্দ পালের শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ প্রভাত সঙ্গীত কীর্ত্তন ও মিলিত সাধনার পর শ্রাদ্ধানুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠান পরিচালনা করেন আচার্য বাসুদেবানন্দ অবধূত৷ আচার্য নারায়ণানন্দ অবধূত আনন্দমার্গ সমাজশাস্ত্রের প্রয়োজন ও শ্রাদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন৷

আচার্য প্রবুদ্ধানন্দ অবধূতের সংযোজন............

পক্ষাঘাত (প্যারালিসিস)

হরূপী যন্ত্রের আপাতঃ নিয়ন্তা তার মস্তিষ্ক৷ সংজ্ঞা ও আজ্ঞা নাড়ীর সাহায্যে মস্তিষ্কই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে ভাব গ্রহণ ও সঞ্চালন করে’ থাকে৷ এই মস্তিষ্করূপী স্নায়ুকেন্দ্র আবার দক্ষিণ ও বাম ভেদে মোটামুটি দু’টি অংশে বিভক্ত৷ দক্ষিণ মস্তিষ্কস্থ স্নায়ুপুঞ্জ দেহের বাম অংশ বা বাম পক্ষকে নিয়ন্ত্রণ করে ও বাম মস্তিষ্ক স্নায়ুপুঞ্জ দেহের দক্ষিণ অংশ বা দক্ষিণ পক্ষকে নিয়ন্ত্রণ করে৷ রক্তের চাপে বা অন্য কোন কারণে মস্তিষ্কের কোন একটি অংশের স্নায়ুপুঞ্জ ক্ষতিগ্রস্ত হয়ে’ পড়লে সেই অংশ কর্তৃক নিয়ন্ত্রিত দেহাংশ বা পক্ষ নিষ্ক্রিয় হয়ে’ পড়ে৷ দেহাংশবিশেষের এই যে নিষ্ক্রিয়তা একেই বলা হয় পক্ষাঘাত বা পক্ষবধ রোগ৷

শুভ বিজয়া

কৌশিক খাটুয়া

আজি বিজয়ার পুন্য শুভ লগনে

একতার সুর বহিছে পবনে গগনে৷

দূর কেহ নয় পর কেহ নয়

সকলই আমার আত্মীয়,

সবার মাঝে লুকিয়ে যিনি

তিনি আমার ধ্যানের ধ্যেয়৷

ছোটোদের স্নেহ বড়দের প্রীতি৷

প্রণামে করি স্মরণ,

শ্রীচরণে মোর প্রণাম নিবেদনে

গুরুকে স্মরিয়া জগৎ বরণ৷

সুকুমার রায় এর কবিতা

প্রভু, আজি এ শারদ প্রাতে

প্রভাতগীতি উঠল মেতে,

হৃদয়-খুলা, প্রাণের পরশে,

গানের ছন্দে ভক্তির আবেশে৷

আনন্দে ভরা গানের তরী

সবাই নাচে তোমায় স্মরী,

অনাদি অনন্ত তোমায় জানি

সর্বলোকের তুমিই মধ্যমণি৷