বাঙালীর জাতিসত্ত্বা ভাষা, লিপি ও কৃষ্টি কি হারিয়ে যেতে বসেছে
(পূর্ব প্রকাশিতের পর )
বাংলা ভাষাভাষী অঞ্চলের বিশালত্ব ঃ-
গঙ্গা-ব্রহ্মপুত্র-দামোদর-ময়ূরাক্ষী ইত্যাদি নদী ব-দ্বীপ অঞ্চলে গড়ে ওঠা বাঙালী অধ্যুষিত অঞ্চলের মোট আয়তন ছিল---১৮৭২ সালে-২,৪৮,২৩১ বর্গ মাইল অর্থাৎ ৪,৩৫,৪৭১ বর্গ কিমি৷ (সূত্র ঃ বৃটেনিকা এনসাইক্লোপিডিয়া নবম সংস্ককরণ, তৃতীয় খণ্ড, পৃঃ-৫৬৪)৷
বর্ত্তমানে ওই অঞ্চলের লোকসংখ্যা হবে আনুমানিক ৪০ কোটি৷ অঞ্চলটা হলো---