নূতন করে সেজে উঠছে আসানসোলের বক্রেশ্বর বারাবণি উষ্ণপ্রসবণ
বীরভূম জেলার বক্রেশ্বর পরিচিত পর্যটন কেন্দ্র৷ মূলতঃ উষ্ণপ্রসবনের জন্যেই বক্রেশ্বর বিখ্যাত৷ অনুরূপ একটি উষ্ণ প্রসবন রয়েছে আসানসোলের বারাবণিতে৷ যেখান থেকে প্রায় ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম জল বেরিয়ে আসছে৷ তবে আসানসোলের এই উষ্ণ প্রসবণের কথা পশ্চিম বর্ধমানের অনেকেই হয়তো জানেন না৷ বারাবণির জঙ্গল ঘেরা বিজন এলাকায় মাটির নীচে থেকে অনবরত বেরিয়ে আসছে গরম জল৷