আসুন...আমরা ঐক্যবদ্ধ হই---
সকলকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই৷ বর্তমান ভারতবর্ষের সর্বত্র এক ভয়াল, উত্তাল পরিবেশ-পরিস্থিতির উদ্ভব হয়েছে৷ এই উদ্ভব প্রকৃতি সৃষ্টিনয়, এর পশ্চাতে রয়েছে দূরভিসন্ধিমূলক সাম্রাজ্যবাদ বিস্তার তথা অর্থনৈতিক লুঠপাটের মনস্তত্ত্ব৷ পাঠক নিশ্চয়ই অবগত আছেন, বর্তমান কেন্দ্রীয় সরকার অহিন্দীভাষী রাজ্যগুলিতে বলপূর্বক রাষ্ট্রশক্তির মাধ্যমে হিন্দী ভাষা-সংসৃকতি চাপিয়ে সেই রাজ্যের বাসিন্দাদের সাংবাদিক অধিকার থেকে বঞ্চিত করবার নীল নকশা ছকছে৷ গত ৮ই অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন সংসদীয় ভাষা কমিটি কেন্দ্রীয় সরকারী দফতরের চাকুরীজীবীদের বাধ্যতামূলক হিন্দী জানতে হবে, কেন্দ্রীয় সর
- Read more about আসুন...আমরা ঐক্যবদ্ধ হই---
- Log in to post comments