আগামী জুলাই মাসে শ্রীলঙ্কায় সিরিজ খেলতে যাবে ভারত

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

বর্তমানে সংবাদ মাধ্যমে ভারতীয় বোর্ড সভাপতি জানিয়েছেন--- ‘‘সিনিয়র দলের জন্য আগামী জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটা সীমিত ওভারের সিরিজের পরিকল্পনা করেছেন তিনি৷  ওখানে টি-টোয়েন্টি ও একদিনের ম্যাচ খেলা হবে৷’’ কীভাবে দল তৈরী  হবে তাও জানিয়েছেন, ইংল্যাণ্ডে ওই মুহূর্তে যাঁরা থাকবেন তাঁরা কেউই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে খেলবেন না৷ তাঁর কথায়,‘‘সাদা বলের ক্রিকেটাররা শ্রীলঙ্কায় যাবে৷ সম্পূর্ণ আলাদা দল তৈরী করা হবে৷ এটাও জানানো হয়েছে  মোট পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত৷

কিন্তু আগামী জুলাই মাসের শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে খেলবেন না দুজন প্রথম সারির ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা৷ বোর্ডের সূত্রের খবর অনুযায়ী শিখর ধওয়ন, হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, যুজবেন্দ্র চহালরাও ইংল্যাণ্ডের দলে নেই৷ তাঁদের মূলত সাদা বলের ক্রিকেটের  জন্যেই রাখা হয়েছে৷ ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে তাঁদের থাকার সম্ভাবনাটাই বেশী৷ তাই  দ্বিতীয় সারির খেলোয়াড়দের নিয়েই  শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত৷