আর কিছুদিনের মধ্যেই ভারতীয় দলে---অর্জন

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

সালটা ১৯৭৫ শেষ বারের মতো ভারতের হয় খেলেছিলেন ফারুখ ইঞ্জিনিয়ার৷ তারপরে পার্সি সম্প্রদায়ের এই প্রথম কেউ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হবে৷ ঘরোয়া ক্রিকেটে দাপট দেখানোতেই রিজার্ভ দলে সুযোগ পেয়েছেন৷ ২০১৯-২০ রঞ্জি মরসুমে ৮ ম্যাচে ৪১টি উইকেট পেয়েছিলেন অর্জন৷

তাঁর বোলিং এ্যাকশন অনেকটা ভারতীয় প্রাক্তন বোলার জাহির খানের মতো৷ খোদ জাহির এসে তাঁকেই বলেছিলেন সেটা৷ তাই অর্জন যখন কিছুদিনের মধ্যেই ভারতীয় দলের  মূল দলে নয়, তাঁকে ইংল্যাণ্ড নিয়ে যাওয়া হচ্ছে রিজার্ভ সদস্য হিসেবে৷ অর্থাৎ নেট বোলার হিসেবে বাকিদের  প্রস্তুতিতে সাহায্য করবেন৷ কিন্তু অর্জনের কাছে এটুকুই অনেক বড় প্রাপ্তি৷ তাই তো বোর্ডের একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন--- যাঁদের এত বছর টিভিতে দেখেছি দেশকে জেতাতে, এবার তাঁদের সামনে থেকে দেখব, একই ড্রেসিংরুমে থাকব, অনুশীলন করতে পারব, ভাবলেই যেন  গায়ে কাঁটা দেয়৷ আমি সবার কাছ থেকে  অনেক কিছু শিখতে চাই৷ জাহির খান আমার আদর্শ তিনিও আমার সামনে স্বয়ং এসে আমার বোলিং দেখে বলেছিলেন ---‘‘তোমার বোলিং ষ্টাইলটা অনেকটা আমার মতো৷’ তাই তাঁর পরামর্শ নিয়েই এগিয়ে যেতে চাই৷’’