এবছরের বক্সিং প্রতিযোগিতা পিছিয়ে দিল  আন্তর্জাতিক বক্সিং সংস্থা

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতা পিছিয়ে গেল বর্তমান করোনা পরিস্থিতির কারণে৷ ভারতীয় পুরুষদের বক্সিং প্রতিযোগিতার দ্রুতই হওয়ার কথা ছিল৷ কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আন্তর্জাতিক বক্সিং সংস্থা সিদ্ধান্ত নেন যে এই প্রতিযোগিতা আগামী অক্টোবর-নভেম্বর মাসের মধ্যে হবে৷ এতে পরিস্থিতির কিছুটা সুরাহা হবে বলে আশা রাখছেন সংস্থার আধিকারিকরা৷ বর্তমান এমন পরিস্থিতির কারণে সকলে এতটাই আতঙ্কিত যে বক্সিং-এর ক্ষেত্রে বিধিনিষেধ মেনে নিলেও সেই বিধি বক্সিং রিংয়ে মানা সম্ভব হবে না৷ তাই এমতবস্থায় সংস্থার আধিকারিকরা বিবেচনা করে দেখেন যতদিন না পরিস্থিতির উন্নতি ঘটবে ততদিন এই ম্যাচ বন্ধ রাখাই যথাযথ হবে বলে তারা মনে করছেন৷