এক ঝাঁক পায়রা

লেখক
অবধূতিকা আনন্দমনীষা আচার্যা

যা যা উড়ে যা রে পাখী....

এক ঝাঁক পায়রা.... ল্যাক প্যাক ল্যাক প্যাক

ডানা মেলে উড়ে যা রে পাখী৷

আকাশের তারাগুলি

জোনাকি পোকার মত

ঝিক্মিক্ ঝিক্মিক্ আলো দিয়ে

যায় পৃথিবীকে---

এই পৃথিবীর পশুপাখী লতাগুল্মকে৷

আর কেউ তো ভালবাসিতে জানে না

ভালবাসিলে হৃদয় দিয়ে হৃদয় পাওয়া যায়৷

যা যা রে উড়ে যা রে পাখী...৷

প্রণিপাতেন পরিপ্রশ্ণেন সেবয়া

ভবেশ কুমার বসাক

হে প্রভু,

তব বাণী প্রণিপাতেন---

কভু ভুলি না যেন,

তব চরণারবিন্দে রব আনন্দে

রেখো না আর কোনও দ্বিধাদ্বন্দ্বে৷

আমার এ ক্ষুদ্র জীবন

তব চরণকমলে করি আত্মসমর্পণ৷

হে পরমপিতা

তোমার পাথেয় নিয়ে

তোমার গড়া তরী বেয়ে

লক্ষ্য পানে যেন থাকি হয়ে নিঃসংশয়,

আনবো, আনবোই জয় নিশ্চয়৷

কবে, কখন, কিরূপে, কোথায়?

এ প্রশ্ণ যেন মনে না রয়

সদা কর্মে অবিচল থাকি যেন

মেনে তব বাণী পরিপ্রশ্ণেন৷

হে পরমেশ্বর,

তব কথা মনে যেন চিরন্তন রয়

এ ধরায় কোনও কিছু কারো পর নয়,

সকলি আপন ভেবে সেবা দিতে চাই

জীবন সার্থক করার অন্য পথ নাই৷

এ জীবন সার্থক তব বাণী পাওয়া,

প্রণিপাতেন পরিপ্রশ্ণেন সেবয়া৷৷