জানতি পার নাই

Baba's Name
শ্রী প্রভাতরঞ্জন সরকার

দ্বিতীয় ধরনের কপটাচরণও আমরা খুব ৰেশী দেখে থাকি৷ এই ধরনের কপটাচরণের একটা গল্প মনে পড়ল৷ একবার এক বেতো রোগী চিকিৎসার জন্যে এক হাতুড়ে ডাক্তারের কাছে এসেছে৷ ডাক্তার তার মুখ থেকে রোগবিবরণী শোনার পর তাকে জিজ্ঞেস করলেন–‘‘প্যাটের মদ্দি যন্ত্রণা অয়?’’

রোগী বললে–কই না তো ডাক্তারবাবু, আমার পেটের মধ্যে তো কোনো যন্ত্রণা হয় না৷ ডাক্তার দাৰড়ানি দিয়ে বললেন–অয়, অয়, জান্তি দ্ব্ত্রুব্ধন্গ্গ পারো না৷

তারপর ডাক্তার আবার শুধোলেন–দাঁতের মাড়িতে ব্যাদনা অয়?

রোগী–কই না তো ডাক্তারবাবু, আমার দাঁতের মাড়িতে কোনো বেদনা তো হয় না৷

ডাক্তার আর একটা রাম–দাৰড়ানি দিয়ে বললেন– অয়, অয়, জ.ান্তি পারো না৷

ডাক্তার আবার শুধোলেন–পায়ের বুড়া আঙ্গুলে ম্যালেরিয়া অয়?

রোগী–কই না তো ডাক্তারবাবু, আমার পায়ের বুড়ো আঙ্গুলে কিংবা অন্য কোনো আঙ্গুলে ম্যালেরিয়া তো হয় না৷

ডাক্তার ধমকানি দিয়ে বললেন–অয়, অয়, জ.ান্তি পারো না৷

এবার ডাক্তার রোগীটিকে শুধোলেন–কর্ণমূলে টাইপয়েড হয়?

রোগী–কই না তো ডাক্তারবাবু৷ আমার কানের গোড়াতে বা কানের অন্য কোনো অংশে তো টাইফয়েড হয় না৷

এবার ডাক্তার প্রচণ্ড রাম–ধমকানি দিয়ে বললেন–অয়, অয়, জ.ান্তি পারো না৷

এবার রোগী বললে–তাহলে ডাক্তারবাবু, আমার ব্যামো যখন সেরে যাবে তখনও তো আমি জান্তি পারব না আমার ব্যামো সারল কি না৷