রং বেরঙের ফুলের সাজে
তৈরি ফুলের তোড়া,
মন ভুলানো রূপের মাঝে
স্নিগ্দ সুবাস ভরা৷
কুসুমকলি, মধুপ-অলি
চিরন্তন মধুরতা,
পুষ্প কোরকে ব্যস্ত ভ্রমর
দেয় কি প্রীতির বারতা?
কেউ করে না এমন দাবী,
আমি সবার সেরা,
পরমপিতার চরণতলে
নিত্য শোভিত তারা৷
রকমারী পাখীর নীড়
একই তরু-শাখায়,
একতার বাণী প্রচার করে
ভর করিয়া পাখায়৷
সঙ্ঘবদ্ধ জীবন যাপন
চেতনা স্বাধীনতায়
দিনের বেলায় কর্মমুখর
নিশিথে নিদ্রা যায়৷
কলতানে প্রভুকে স্মরণ
ঠিক ভোর পাঁচটায়,
জেগে ওঠা, জগৎ জাগানো
এদের বিষম দায়!
আহার, বিহার কর্মসূচি,
নাই ভবিষ্যতের ভয়,
দানাপানি গ্রহণ করে,
করে নাকো সঞ্চয়৷
মানুষ তুমি ফুলের কাছে
পাখীর কাছে শেখো,
সবার উপর মানবতা
কেমনে ভুলে থাকো!
কিন্তু মানুষ অহেতুকই
যা করে সঞ্চিত,
তারা ভাবুক তাদের তরে
তার প্রতিবেশী বঞ্চিত৷
ভবিষ্যতের দুর্ভাবনায়
যারা করে সঞ্চয়,
স্রষ্ঠার প্রতি ভরসা কোথায়,
কেন এত সংশয়?
এই ধরনীর যত সম্পদ
সকলের আছে সম অধিকার,
ছলেবলে অবৈধ সঞ্চয়,
হতাশ মনের বিকার৷
মানব জীবন দুর্লভ জীবন
বিধাতার উপহার,
জগতের হিতে আত্মনিয়োগ
জীবনের সদ্ব্যাবহার৷
- Log in to post comments