কোথায় ঈশ্বর

লেখক
সাক্ষীগোপাল দেব

কাঁসর ঘন্টা বাজে মন্দিরে

প্রার্থনা হয় গীর্জায়

দূরে আজানের ধবনি ভেসে আসে

সবই তো তাঁহারই সজ্জায়৷৷

কে করে পূজা কেবা নেয় পূজা

সহজ সত্য বোঝা নয় সোজা

যাহা দিই তারে যে দেয় তারে

সব একে মেশে শেষটায়৷

যত যাবে ধীরে মনে গভীরে

পৌঁছে যাবে চেতনার তীরে

অখণ্ড চৈতন্য সাগর

আকুল হয়ে ডাকিছে তোমায়৷৷