খো খো-তে ভারতের বিভিন্ন প্রান্তের সিনিয়র ও অনুধর্ব-১৮ খেলোয়াড়দের মধ্যে দুই বাঙালী নজর কাড়ছে

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছিল৷ জাতীয়স্তরে ও প্রশিক্ষণ শিবিরে পারফরম্যান্সের ভিত্তিতে তালিকাভুক্ত করা হবে ১৫০ জন খেলোয়াড়দের তাদের মধ্যে  দুই বাঙালী খেলোয়াড় অনুকূল সরকার ও অভীক সিংহ৷ বাঙলা থেকে নজরে এবার দুই বাঙালী খেলোয়াড়৷ সারা ভারতের মধ্যে এই দুইজনই সকলকে নিজেদের ক্রীড়াপ্রতিভা দেখিয়ে নজর কেড়েছেন৷

বাঙলার অনেক প্রতিভাই সঠিক পথ না পেয়ে হারিয়ে যায়৷ তেমন ভাবে এই দুইজন বঙ্গসন্তানকেও বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীনও হতে হয়েছে৷ করোনার পরে প্রশিক্ষণের জন্য নানা সমস্যায় জেরবার হতে হয়েছিল অনুকূলকেও ফলে এই সময় প্রস্তুতি নেওয়ার জন্য শিবিরের আয়োজন করায় খুশি অনুকূল৷ অনুকূলের বাবা অসুস্থ, মা সামান্য একটা কম্পিউটারে যন্ত্রাংশের দোকান চালায়৷ আর্থিক স্বচ্ছলতার জন্য অনুকূলের বাবা মা ওকে খেলাধূলা ছেড়ে সরকারি চাকরি চেষ্টা করার কথা বলতেন আগে কিন্তু এখন যেহেতু ভারতীয় দলে অনুকূল সুযোগ পেয়েছে তাদের গর্বিত অনুকূলের পরিবার৷

এরপর অভিক সিংহ ২০১১ সাল থেকে৷ যখন তিনি পঞ্চম শ্রেণির ছাত্র৷ দিদিকে দেখে খো খো খেলার প্রেরণা পায় সে৷ ভদ্রেশ্বর ক্লাবে অনুশীলন করত, তাঁর বাবা দিনমজুর৷ প্রবল আর্থিক সমস্যার মধ্যে দিয়ে কাটাতে হয়েছে তার পরিবারকে  তবুও অভীকের খো খো  খেলার  সিদ্ধান্তের পাশে  আছে তার পরিবার৷