স্মরণিকা

* কাজে লাগো, সাহসী যুবকবৃন্দ কাজে লাগো৷ দূর করে দাও যত আলস্য, দূর করে দাও ইহলোক ও পরলোক ভোগের বাসনা৷.. আমার ভিতরে যে আগুন জ্বলছে, তা তোমাদের ভিতর জ্বলে উঠুক৷

*পরোপকারই ধর্ম, পরপীড়নই পাপ৷ শক্তি ও সাহসিকতাই ধর্ম৷ দুর্বলতা ও কাপুরুষতাই পাপ৷ স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ৷ অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ৷ ঈশ্বরে ও নিজ আত্মাতে বিশ্বাসই ধর্ম, সন্দেহই পাপ৷ অভেদ-দর্শনই ধর্ম, ভেদ দর্শনই পাপ৷

*ভারতবর্ষে অন্তর্বিবাহ হওয়া দরকার৷ তা না হওয়ায় জাতটার শারীরিক দুর্বলতা এসেছে৷

                                                                ---স্বামী বিবেকানন্দ