সরঞ্জাম পুড়ে যাওয়া সত্ত্বেও তিনটি পদক জিতলেন দুই ক্ষুদে তীরন্দাজ

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

গত শনিবার হঠাৎই নয়াদিল্লি-দেহরাদূন শতাব্দী এক্সপ্রেসের সি-৪, সি-৫ কামরাটিতে ভয়ঙ্কর অগ্ণিকাণ্ড ঘটে তার দরুণ কামরা দুটি পুরো ভস্মীভূত হয়ে যায়৷ ওই কামরাতেই যাত্রা করছিলেন ওই দুই ক্ষুদে তীরন্দাজ নাম অমিত কুমার ও সোনিয়া ঠাকুর৷ তারা কোন ট্রেনটি থেকে বেরিয়ে আসে কিন্তু তাঁদের সমস্ত সরঞ্জাম পুড়ে যায়৷ খুবই ক্ষতি হয় তাদের৷  কিন্তু এমন চরম পরিস্থিতিকে উপেক্ষা করে বিরাট মনের জোড় নিয়ে তারা এই প্রতিযোগিতায় গিয়ে তিনটি পদক জয় করেন ও তা দেখে সমস্ত ক্রীড়ামহলে নূতন চমকের সৃষ্টি হয়েছে৷

এমন সময় মধ্যপ্রদেশের ক্রীড়ামন্ত্রী যশোধরা রাজে সিন্ধিয়ার তৎপরতায় আপৎকালীন পরিস্থিতিতে ওই তীরন্দাজদের সমস্ত সরঞ্জাম জোগাড় করা গেছিল৷ তিনিও খুবই খুশি এই ক্ষুদে তারকাদের জন্যে৷