সংবাদ দর্পণ

টাটুয়ারা গ্রামের গ্রামীণ পাক্ষিক কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২৪শে এপ্রিল’২৪ শ্রীকান্ত কুমারের বাসভবনে টাটুয়ারা আনন্দমার্গ ধর্মচক্র ইউনিটের পাক্ষিক তিন ঘণ্টা বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত অখণ্ড ‘বাবা নাম কেবলম’ নাম-সংকীর্ত্তন, মিলিত ঈশ্বর-প্রণিধান, স্বাধ্যায় ও মিলিত আহারের আয়োজন করা হয়৷

অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১১ই এপ্রিল’২৪ শ্যামপুর আনন্দমার্গ মহিলা বিভাগের মাতৃস্নেহ শাখার সার্বিক সহযোগিতায় শ্যামপুর গ্রাম নিবাসী অবনী মাহাতোর বাসভবনে সকাল ৯-১২টা পর্যন্ত ‘‘বাবা নাম কেবলম নাম সংকীর্তন, বর্ণার্ঘ্যদান ও নারায়ণ সেবার আয়োজন করা হয়েছে৷

অখণ্ড নাম সংকীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২১শে এপ্রিল’২৪ বাবা স্মৃতি শৌধে মাসিক তিন ঘণ্টা অখণ্ড নামসংকীর্র্ত্তন ‘বাবা নাম কেবলম’ মিলিত ঈশ্বর প্রণিধান, বর্ণাঘ্যদান, স্বাধ্যায় ও মিলিত আহার ও নারায়ণ সেবার আয়োজন করা হয়৷

 চাকদহ ব্লকের সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৮ শে এপ্রিল ২০২৪ রবিবার ২৫শোর্ধ জন আনন্দমার্গের সদস্যের উপস্থিতিতে শিমুরালী আনন্দমার্গ স্কুলে বেলা ১১টা থেকে চাকদহ ব্লকের সেমিনার অনুষ্ঠিত হল৷ সেমিনারে ক্লাস নেন কৃষ্ণনগর ডিট এস (এল) ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা,ও বিশিষ্ঠ শিক্ষাব্রতী ও প্রাবন্ধিক শ্রীমনোরঞ্জন বিশ্বাস৷ সেমিনারের অর্গানাইজার ছিলেন শ্রীবিবেকজ্যোতি সরকার৷ নদীয়া জেলার ভুক্তি কমিটির বিশিষ্ট সদস্য শ্রীনিলচন্দ্র বিশ্বাস সেমিনারে উপস্থিত ছিলেন৷

কৃষ্ণনগরে সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২১ শে এপ্রিল ২০২৪ রবিবার ৫০শোর্ধ আনন্দমার্গের সদস্যের উপস্থিতিতে বেলা ১০টা থেকে কৃষ্ণনগর ব্লক ২ এর সেমিনার অনুষ্ঠিত হল-ফকিতলা আনন্দমার্গ স্কুলে৷ সেমিনারে ক্লাস নেন আচার্য নির্মল শিবানন্দ অবধূত৷ সেমিনারের অর্গানাইজার ছিলেন শ্রীউৎপল সন্যাসী ও শ্রীতথাগত বিশ্বাস৷ নদীয়া জেলার ভুক্তিপ্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস, ভুক্তি কমিটির সদস্যবৃন্দ শ্রী মনোরঞ্জন বিশ্বাস,শ্রীনিল বিশ্বাস, শ্রীগৌরাঙ্গ মল্লিক, শ্রীস্মরজিৎ মন্ডল, শ্রীআনন্দ বিশ্বাস প্রমুখ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন৷

কৃষ্ণনগরে আনন্দমার্গীয় বিধিতে অন্নপ্রাশণ ও নামকরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কৃষ্ণনগর নদীয়া ১৪ই এপ্রিল ২০২৪ রবিবার৷ ১৪ই এপ্রিল ২০২৪ রবিবার আমন্ত্রিত আত্মীয় পরিজন বন্ধু বান্ধব ও আনন্দমার্গের সদস্যবৃন্দের উপস্থিতিতে তরুন আনন্দমার্গী দম্পতি তৃণা পাল ও তন্ময় পালের প্রথম কন্যার অন্নপ্রাশণ ও নামকরণ অনুষ্ঠান আনন্দমার্গীয় বিধিতে অনুষ্ঠিত হলো৷ অনুষ্ঠানে পৌরহিত্য করেন কৃষ্ণনগর ডিট এসএল ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা৷ সকলে মিলিতভাবে শিশুর নাম রাখলেন-তন্নিষ্ঠা৷ সময়োচিত বক্তব্য রাখেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব-আচার্য সৌম্যসুন্দরানন্দ অবধূত৷ অনুষ্ঠানে ৪০ জন দুস্থ মহিলাদের শাড়ি, ছাতা ও খাবার বিতরণ করা হয়৷ জাতিকার দাদু ---দিদা হলেন কৃষ্ণনগরের প্রবীন আনন্দমার্গী শ্রীনিত্যানন্দ পাল ও শ্রীমতীমায়া পাল৷ ঠাকুরদা ও ঠাকুরমা হলেন শ্রীতৃপ্তি বিশ্বাস ও শ্রীমতীশ্যামলী বিশ্বাস৷ অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবর্গকে প্রীতিভোজে আপ্যায়ীত করেন তন্ময় ও তৃণা৷

 

এ্যামার্ট-(এল), ভি এস এস ও জি ভুি এস কর্তৃক কৃষ্ণনগরে জলসত্র

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কৃষ্ণনগর নদীয়াঃ,২৪ আনন্দমার্গ ইউনিবার্সাল রিলিফ টিম ---(এল), গার্লস সোসাল সার্ভিস, ভলান্টিয়ার্স সোসাল সার্ভিস-এর যৌথ উদ্যোগে ২৪শে এপ্রিল ২০২৪ বুধবার নদীয়া জেলার কৃষ্ণনগর প্রধান ডাকঘরের সামনে জন বহুল পথের উপর প্রচন্ড তাপদাহের মধ্যে জল সত্র সেবা অনুষ্ঠানে (১৫০০) দেড় সহস্রাধিক পথিককে পাতিনেবু, গ্লূকোন ডি ও বাতাসা,নুন মিশ্রিত পরিশ্রুত ঠান্ডা জলের সরবত পরিবশন করা হয়েছে৷ জল সত্র অনুষ্ঠানে এ্যামার্ট ---এল এর পক্ষে উপস্থিত ছিলেন প্রধান উদ্যোক্তা---ব্রহ্মচারী শুদ্ধা আচার্যা, জি এস এস এর পক্ষে উপস্থিত ছিলেন নদীয়া জেলা সচিব শ্রীমতী তনুকা সরকার, ভিএসএস এর পক্ষে উপস্থিত ছিলেন নদীয়া জেলা সচিব---শ্রীবিবেকজ্যোতি সরকার৷ সহযোগীতায় ছিলেন বিশিষ্ঠ আনন্দমার্গী বোন ,অনুপ্রিয়া দেব,শ্রীমতী কাকলী মন্ডল ও শ্রীমতী লক্ষী মন্ডল৷ উপস্থিত ছিলেন বর্ষিয়ান আনন্দমার্গী শ্রী গৌরাঙ্গ হালদার, শ্রীআনন্দ মন্ডল ও গৌরাঙ্গ ভট্টাচার্য৷

বি এস এফ কর্তৃপক্ষের আমন্ত্রণে আনন্দমার্গ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নদীয়া জেলার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম এলাঙ্গী, সেই গ্রামের বাংলাদেশ সীমান্তের বর্ডার সিকিউরিটি ফোর্স কর্তৃপক্ষের আমন্ত্রণে উক্ত গ্রামে আয়োজিত একটি বিশেষ আলোচনা সভায় আনন্দমার্গের তরুন সন্ন্যাসিনী কৃষ্ণনগর ডিট এস এল তথা কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা উপস্থিত ছিলেন৷

সভায় মুল আলোচ্য বিষয় ছি বর্তমানে সারা দেশ জুরে যে, এক শ্রেণীর পাচারকারী কর্তৃক নির্বিবাদে পুরুস, মহিলা ও শিশু পাচার করে দেশে-বিদেশে আন্তর্জাতিক ব্যবসায় লিপ্ত হয়ে সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তার বিরুদ্ধে জনমত গড়ে তোলা, এছাড়া সমাজের কলঙ্ক পণপ্রথা, নিরাপত্তাহীনতা, বাল্যবিবাহ ,শিক্ষা ক্ষেত্রেও মেয়েরা এখনো ব্রাত্য, আলোচনা সভায় এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়৷ বক্তাদের মধ্যে বিশেষ আমন্ত্রিত অতিথি ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা মেয়েদের এ বিষয়ে সচেতনতার বার্তা দেন৷ শিশু ও মহিলা পাচার রোধের উপায়, মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা, সঠিক শিক্ষা, বাল্যবিবাহ বন্ধ, সমাজের অগ্রগতিতে নারীর ভূমিকা, সমাজে নারীর অধিকার, তা তিনি বিষদভাবে ব্যাখ্যা করেন ও মেয়েদের যোগ ও আসন সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দেন৷ তিনি সবাইকে একযোগে এগিয়ে আসতে অনুরোধ করেন৷ অনুষ্ঠানের আয়োজক বি এস এফ কর্তৃপক্ষ ও সাধারন মানুষ তাঁর ভুয়সী প্রশংসা করেন৷ উক্ত গ্রামের বিশিষ্ঠ মহিলাদের উপস্থিতি উৎসাহ--- উদ্দিপনা আলোচনা সভাটিকে সমৃদ্ধ করেছে, তাঁরা হলেন শ্রীমতী কল্পনা বিশ্বাস, কাজল সরকার, বিথিকা সরকার, দীপিকা বৈরাগী প্রমুখ৷

কৃষ্ণগঞ্জ ব্লকের সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৭শে এপ্রিল ২০২৪ শনিবার২০জন আনন্দমার্গের সদস্যের উপস্থিতিতে বেলা ১১টা থেকে কৃষ্ণগঞ্জ আনন্দমার্গ স্কুলে কৃষ্ণগঞ্জ ব্লকের সেমিনার অনুষ্ঠিত হল৷ সেমিনারে ক্লাস নেন নদীয়া জেলার ভুক্তিপান ডাঃবৃন্দাবন বিশ্বাস৷ সেমিনারের অর্গানাইজার ছিলেন শ্রীসুব্রত বিশ্বাস৷ নদীয়া জেলার ভুক্তিকমিটির সদস্য শ্রীআনন্দ বিশ্বাস সেমিনারে উপস্থিত ছিলেন৷

মদনপুরে মার্গীয় বিধিতে অন্নপ্রাশন ও নামকরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৪ই এপ্রিল ২০২৪ রবিবার আমন্ত্রিত আত্মীয় পরিজন বন্ধু বান্ধব ও আনন্দমার্গের সদস্যবৃন্দের উপস্থিতিতে তরুন আনন্দমার্গী দম্পতি সুদীপ্ত মন্ডল ও তনয়া মন্ডল এর প্রথম পুত্রের অন্নপ্রাশন ও নামকরণ অনুষ্ঠান আনন্দমার্গীয় বিধিতে অনুষ্ঠিত হলো৷ অনুষ্ঠানে পৌরহিত্য করেন নদীয়া জেলার বরণবেড়িয়া গ্রামের আনন্দমার্গ মাষ্টার ইউনিট ---(আনন্দ নবদ্বীপ চক্রনেমী) এর রেকটর মাষ্টার আচার্য গোপেশানন্দ অবধূত৷ সকলে মিলিতভাবে শিশুর নাম রাখলেন-চিরায়ু৷ সময়োচিত বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিনিধি-আচার্য নির্মলশিবানন্দ অবধূত৷ জাতিকার দাদু ---দিদা হলেন প্রবীন আনন্দমার্গী প্রয়াত শশধর মন্ডল ও শ্রীমতী অনিমা মন্ডল৷ ঠাকুরদা-ঠাকুরমা হলেন প্রবীন আনন্দমার্গী শ্রীসঞ্জিব কুমার মজুমদার ও শ্রীমতী সুপ্তি মজুমদার অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবর্গকে প্রীতিভোজে আপ্যায়িত করে সুদীপ্ত ও তনয়া৷