১০১ ফুট উঁচু বাঁশের দুর্গা
দুর্গামূর্ত্তি গড়ার প্রতিযোগিতায় কিছুটা পা এগিয়ে গেল গুয়াহাটির বিষ্ণুপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি৷ এবার তাদের প্রতিমা ১০১ ফুট উঁচু বাঁশের দুর্গা৷ এটি নাকি ‘<
দুর্গামূর্ত্তি গড়ার প্রতিযোগিতায় কিছুটা পা এগিয়ে গেল গুয়াহাটির বিষ্ণুপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি৷ এবার তাদের প্রতিমা ১০১ ফুট উঁচু বাঁশের দুর্গা৷ এটি নাকি ‘<
দুর্গামূর্ত্তি গড়ার প্রতিযোগিতায় কিছুটা পা এগিয়ে গেল গুয়াহাটির বিষ্ণুপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি৷ এবার তাদের প্রতিমা ১০১ ফুট উঁচু বাঁশের দুর্গা৷ এটি নাকি ‘গিনেস বুক ও রেকর্ডস্’-এ নাম তুলতে চলেছে৷ বিশ্বের সর্বোচ্চ বাঁশের স্থাপত্য হিসেবে এটি মান্যতা পেতে চলেছে৷
এর শিল্পী নূরউদ্দিন আহমেদ৷ তিনি বলেছেন, অনেকেই তাঁকে জিজ্ঞেস করেছেন, মুসলমান হয়েও কীভাবে তিনি দেবী মূর্ত্তি গড়ছেন৷ উত্তরে তিনি বলেন---শিল্পীর কোনও ধর্মমত হয় না৷
রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ভারতের ফার্ষ্ট সেক্রেটারী ইনাম গম্ভীর গত ২২ সেপ্ঢেম্বর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় সন্ত্রাসবাদ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বলেন, পাকিস্তান দেশটি আসলে টেরোরিস্তান’৷ ভারতের প্রতিনিধি তাঁর ভাষণে বলেন, ‘পাক’ শব্দের অর্থ পবিত্র৷ কিন্তু এখন নামের মাহাত্ম্য বিসর্জন দিয়ে বিশুদ্ধ সন্ত্রাস তৈরী করছে৷ পাকিস্তান এখন জঙ্গীদের স্বর্গরাজ্য৷
দিল্লির গুরুগ্রাম এলাকা থেকে গোর্র্খ জনমুক্তি মোর্চার ৩ জন শীর্ষ স্থানীয় নেতাকে পুলিশ গ্রেফতার করেছে৷ মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি অবশ্য পুলিশকে ফাঁকি দিয়ে পালাতে পেরেছেন৷ বিমল গুরুংও পুলিশের ধরাছোঁয়ার বাইরে৷
উৎসবের বাজার--- কী খাবেন? প্রায় সব খাদ্যদ্রব্যেই যে ভেজাল৷ বাজারে গেছেন৷ দেখছেন, বেশ টাটকা শাকসব্জি, সবুজ টাটকা চকচকে উচ্ছে পটোল৷ না, এগুলো টাটকা শাকসবজীর রং নয়৷ টাটকা দেখানোর জন্যে ক্ষতিকারক সস্তা রং মেশানো হয়েছে, যা মপেটে গেলে নানান্ ধরণের রোগ সৃষ্টি করে৷ ক্যানসারও হতে পারে৷
রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে গত ২১শে সেপ্ঢেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, মায়ানমারে লক্ষ লক্ষ রোহিঙ্গাদের ওপর অকথ্য অত্যাচার চলছে৷ তারা জাতিগত নিধনযজ্ঞের শিকার৷ মায়ানমার সরকারকে লক্ষ লক্ষ রোহিঙ্গাদের ওপর নির্র্যতন বন্ধ করতে হবে৷ দেশত্যাগী রোহিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে নিয়ে তাদের নিরাপত্তার পূর্ণ-ব্যবস্থা করতে হবে৷
রাষ্ট্রসংঘে বাংলাভাষাতেই শেখ হাসিনা তাঁর ভাষণ দিচ্ছিলেন৷
কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী ২১শে সেপ্ঢেম্বর কংগ্রেস দলের এন আর আই সমর্থকদের এক সভায় বলেছেন, আমাদের দেশের মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, আম্বেদকর, সর্র্দর প্যাটেল সবাই ছিলেন অনাবাসী ভারতীয় (এন আর আই)৷
ফৈজাবাদের গুমনামী বাবা কি নেতাজী সুভাষচন্দ্র বসু ? এই প্রশ্ণের উত্তর খঁুজতে ২০১৬ সালের জুন মাসের উত্তর-প্রদেশের তৎকালীন সপা সরকারের পক্ষ থেকে এক তদন্ত কমিশন বসানো হয়েছিল৷ এই কমিশনের প্রধান ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিষ্ণু সহায়৷ সম্প্রতি এই সহায় কমিশন উত্তর প্রদেশের রাজ্যপাল রাম নায়কের হাতে তাঁর রিপোর্ট তুলে দিয়েছেন৷ ৩৪৭ পাতার ওই রিপোর্টে বলা হয়েছে , এই তদন্ত কমিশনে যাঁরা সাক্ষী দিতে এসেছিলেন, তাঁদের অধিকাংশের মতেই গুমনামী বাবাই নেতাজী৷ তাইহকু বিমান দুর্ঘটনায় যে নেতাজীর মৃত্যু হয়নি, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে মুখার্জী কমিশন৷ তদন্ত করে মুখার্জী কমিশন জানতে পেরেছে, ওই সময়
দার্জিলিংয়ে তিন মাসের অধিককাল জবরদস্তি বন্ধ্ ও তার সঙ্গে সঙ্গে থানা জ্বালানো, পুলিশের গাড়ীতে অগ্ণিসংযোগ, বিভিন্ন সরকারী সম্পত্তিতে অগ্ণিসংযোগ, এখানে ওখানে মারাত্মক বিস্ফোরণ ঘটানো---এই সমস্ত চলতে থাকায় দার্জিলিংয়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ১২০০ কোটি টাকায় এসে পৌঁছেছে৷ জনসাধারণের দুর্গতির শেষ নেই৷ কিসের জন্যে? বাঙলা ভেঙ্গে গোর্খাল্যাণ্ড রাজ্যের দাবীতে৷ কারা দাবী করছে? তারা কি এখানকার আদি বাসিন্দা?
এমন অনেক মহাপুরুষ এই মাটির পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, যাঁদের কীর্ত্তি অতুলনীয়৷ তেমনি একজন হলেন রাজা রামমোহন রায়৷ তিনি ১০ই মে ১৭৭৪ খ্রীষ্টাব্দে হুগলী জেলার খানাকুলের রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন৷ আর মৃত্যুবরণ করেন ইংলণ্ডের ব্রিস্টলে ২৭শে সেপ্ঢেম্বর ১৮৩৩ খ্রীষ্টাব্দে৷ তিনি শিৰাবিদ ও সমাজ সংস্কারক ছিলেন৷ তিনি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন৷ কবিগুরু রবীন্দ্রনাথ তাঁকে ‘ভারতপথিক’ সম্মানে ভূষিত করেন৷ তিনি বিশ্বের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন৷ ভারতের বুক থেকে জঘন্য ও নির্মম নারকীয় নিষ্ঠুর সতীদাহ প্রথা রদে একাই তীব্র লড়াই করে গেছেন৷ তাঁর সহায়তায় বড়লাট বেণ্টিঙ্ক ১৮২৯ সালের ৪ঠা ডিসেম্বর আইন করে এই প্রথ