গণতন্ত্রের বেদীতে ফ্যাসিষ্ট হুংকার আক্রান্ত শীর্ষ আদালত
দলীয় স্বার্থে ও বিরোধী পক্ষকে হেনস্থা করতে সরকারী এজেন্সীর অপব্যবহার পূর্বতন সরকারও করেছে৷ কিন্তু বর্তমান সরকার দলীয় ক্যাডারে পরিণত করেছে সরকারী এজেন্সীকে৷ বিচার বিভাগকেও কব্জা করতে উঠে পড়ে লেগেছে৷ এই কাজে শাসক দল বিক্ষিপ্তভাবে সফল হলেও এখনও শীর্ষ আদালত বিচার ব্যবস্থার নিরপেক্ষতা বজায় রেখে নির্ভীকভাবে চলছে অন্তত চলতে চাইছে৷ শাসক দলের সেটাই নাপসন্দ্৷