খেলার খবর

দড়ির ওপর হেঁটে ৪৭ মিনিটে এশিয়া থেকে ইয়ূরোপ পৌঁছে নজির গড়ল এক যুবক

মাত্র ৪৭ মিনিটে ‘আকাশে হেঁটে’ এশিয়া থেকে ইউরোপ পৌঁছে রেকর্ড গড়লেন জান রুজ৷ শক্ত দড়ি বহু উঁচুতে বেঁধে তার উপর দিয়ে হেঁটে নজিরটি গড়েছেন এস্তোনিয়ার এই ‘স্ল্যাকলাইনার’ (যাঁরা দড়ির উপর হেঁটে খেলা দেখান)৷ বহু উঁচুতে শক্ত দড়ি বেঁধে তার উপর হেঁটে খেলা দেখান জানের মতো স্ল্যাকলাইনারেরা৷ সেই কাজে জীবনের ঝুঁকিও অনেক৷ তবে সব বাধাবিপত্তি কাটিয়ে নজির গড়ে ফেলেছেন জান৷

ভারতের সেরা পেসারের খেতাব পেলেন বুমরা

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ৪০০ আন্তর্জাতিক উইকেট পূর্ণ করেন যশপ্রীত বুমরা৷ ষষ্ঠ ভারতীয় বোলার হিসেবে এই নজির গড়েন৷ প্রথম ইনিংসে চার এবং দ্বিতীয় ইনিংসে এক উইকেট নেন৷ মোট উইকেট সংখ্যা ৪০১৷ ভারতের সর্বকালের সেরা পেসার কে সেই নিয়ে তর্ক চলে৷ অনেকেই এই জায়গায় রাখেন জাহির খানকে৷ আবার অনেকের মতে সেরা বুমরা৷ এবার খোদ জাহিরের সার্টিফিকেট পেয়ে গেলেন বুমবুম৷ তাঁর দাবি, সমস্ত রেকর্ড ভেঙে দেবেন বুমরা৷ একইসঙ্গে জানিয়ে দেন, বর্তমানে বিশ্বের সেরা ফাস্ট বোলার তিনি৷ জাহির বলেন, ’’একজন বোলারের কাছে এটা বিশাল প্রাপ্তি৷ ও আরও রেকর্ড তাড়া করবে৷ পেসারদের মধ্যে বর্তমানে বুমরা বিশ্বের সেরা বোলার৷ আশা করব, ও নিজ

দাবা অলিম্পিয়াডে ইতিহাস তৈরি করেছে ভারতীয় দল

প্রথম বার ওপেন ও মহিলাদের বিভাগে সোনা জিতেছে তারা৷ এই কীর্তির পরে ট্রফি নিয়ে ভারতের দাবা খেলোয়াড়েরা যখন উল্লাস করছেন তখনই দেখা গেল ভারতের ক্রিকেট অধিনায়ককে!

রোহিত সশরীরে সেখানে যাননি৷ তিনি উপস্থিত ছিলেন ভারতীয় দাবাড়ুদের উল্লাসের মধ্যে দিয়ে৷ সোনা জেতার পরে ট্রফির মঞ্চে ভারতের চার জন পুরুষ ও চার জন মহিলা দাবাড়ুকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়৷ তাঁদের হাতে ছিল দেশের জাতীয় পতাকা৷ তার পরে দেখা যায়, তানিয়া সচদেব ও ডি গুকেশ দু’দিক থেকে রোহিতের কায়দায় ট্রফি নিয়ে ঢুকছেন৷ তার পরে সেই ট্রফি তাঁরা সতীর্থদের হাতে দিয়ে দেন৷

দলীপ ট্রফিতে ব্যাট হাতে নজির গড়েছেন বাঙলার ঈশ্বরণ

এখনও ভারতীয় দলে অভিষেক হয়নি৷ কিন্তু ঘরোয়া ক্রিকেটে নজর কাড়ছেন অভিমন্যু ঈশ্বরণ৷ দলীপ ট্রফিতে ব্যাট হাতে নজির গড়েছেন তিনি৷ ঈশ্বরণ নাম লিখিয়েছেন ওয়াসিম জাফর, গৌতম গম্ভীরদের ক্লাবে৷ ২১ বছর পরে আবার কোনও ভারতীয় ক্রিকেটার এই কীর্তি করেছেন৷

প্যারালিম্পিক্সে রূপোর বদলে সোনার পদক জয় করল নবদীপ সিংহ

প্রথমে ভেবেছিলেন রুপো পেয়েছেন৷ কিন্তু কিছু ক্ষণের মধ্যেই বদলে যায় পদকের রং৷ প্যারিস প্যারালিম্পিক্স থেকে সপ্তম সোনা জিতে নেয় ভারত৷ আর সেই পদক আসে জ্যাভলিন থ্রোয়ার নবদীপ সিংহের হাত ধরে৷ ৪৭.৩২ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে পদক এনে দেন তিনি৷ কিন্তু কী ভাবে বদলে গেল পদকের রং?

হকিতে চিনকে ৩-০ গোলে হারাল ভারত

প্রত্যাশা অনুযায়ী জয় দিয়ে শুরু হল ভারতের৷ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে প্রথম ম্যাচ জিতল গত বারের চ্যাম্পিয়ন দল৷ চিনকে ৩-০ গোলে হারালেন হরমনপ্রীত সিংহেরা৷ গোটা ম্যাচে দাপট দেখিয়ে জিতল ভারত৷

প্যারালিম্পিক্সে অংশগ্রহণ করেই সোনা জিতলেন নীতেশ কুমার

প্যারিস প্যারালিম্পিক্সে দ্বিতীয় সোনা এল ভারতে৷ পুরুষদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে এসএল থ্রি ইভেন্টে সোনা জিতলেন নীতেশ কুমার৷ ফাইনালে তিনি গ্রেট ব্রিটেনের ড্যামিয়েল বেথেলকে হারালেন ২১-১৪, ১৮-২১, ২৩-২১ ব্যবধানে৷ সব মিলিয়ে নবম পদক জিতল ভারত৷ ব্যাডমিন্টনে প্রথম নীতেশকে নিয়ে প্রথম থেকেই সোনার পদকের প্রত্যাশা ছিল৷ অলিম্পিক্সের এসএল থ্রি বিভাগে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন শীর্ষ বাছাই৷ ফাইনালে তাঁকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেন দ্বিতীয় বাছাই ব্রিটেনের বেথেল৷ প্রথম গেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন নীতেশ৷ তেমন একটা সুবিধা করতে পারেননি ব্রিটিশ খেলোয়াড়৷ ২১-১৪ ব্যবধানে জিতে এগিয়ে যান ভারতীয়৷ দ্বিতীয় গেমেও ভাল

আচার্য কীর্ত্ত্যানন্দ অবধূত গ্রামীণ ফুটবল লীগ সমাপ্ত

১৩ই আগষ্ট’২৪ স্পিরিচ্যুয়ালিষ্টস স্পোর্টস এণ্ড এডভেঞ্চারস ক্লাবের SSAC) পরিচালনায় সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষা করতে আনন্দনগর গ্রামের ছেলেমেয়েদের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে খেলাধুলার বিবিধ পরিকল্পনার মধ্যে একটি হচ্ছে ফুটবল খেলা৷

আচার্য বিবেকানন্দ অবধূত অনূধর্ব -১২ নকআউট ফুটবল প্রতিযোগিতা

১৫ই আগষ্ট’২৪ আনন্দনগরে প্রতিবছরের ন্যায় আনন্দমার্গ হাইস্কুলের পরিচালনায় আচার্য বিবেকানন্দ অবধূত স্মৃতি অনূর্ধ-১২ ছেলেদের নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷

১৬টি টীম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷ সকলেই স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন গ্রাম, স্কুল, হোষ্টেলের ছেলেরা টীম গঠন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷ ডোকাডি ফুটবল ক্লাব ট্রাইব্রেকারে বাগলতা ফুটবল ক্লাবকে পরাজিত করে৷

জ্য শুটিংয়ে চ্যাম্পিয়ন হলেন আদ্রিয়ান কর্মকার

রাজ্য শুটিংয়ে চ্যাম্পিয়ন হলেন আদ্রিয়ান কর্মকার৷ শুক্রবার আসানসোলে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের ছেলে৷ এ দিন জয়দীপ নিজেই সে খবর জানিয়েছেন৷

১০ মিটার এয়ার রাইফেল আদ্রিয়ানের পছন্দের ইভেন্ট নয়৷ কিন্তু ফাইনালে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি৷ আন্তর্জাতিক মঞ্চে পদকজয়ী অভিনব শয়ের সঙ্গে জোর লড়াই হয় আদ্রিয়ানের৷ শেষ শট পর্যন্ত লড়াই চলে৷ শেষ পর্যন্ত সোনা জেতেন আদ্রিয়ান৷ ইভেন্টের শুরুতে সপ্তম স্থানে ছিলেন তিনি৷ সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সোনা জেতেন৷