কুষ্ঠ
লক্ষণ ঃ সংস্কৃত ভাষায় ‘কুষ্ঠ’ শব্দের অর্থ চর্মরোগ৷ সে বিচারে ঘামাচিও কুষ্ঠ৷ কিন্তু সাধারণতঃ আমরা কুষ্ঠ বলতে যা’ বুঝি সংস্কৃত ভাষায় তাকে বলা হয় বাতরক্ত রোগ৷ এই রোগটি সপ্তধাতুর বিকৃতির ফলে সৃষ্টি হয় অর্থাৎ যে ক্ষেত্রে রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা ও শুক্র এই সপ্ত ধাতু দোষযুক্ত হয়ে পড়ে কেবল সেই ক্ষেত্রেই এই বাতরক্ত ব্যাধি প্রকট হয়ে ওঠে৷