নেতাজী সুভাষ করে মনে বাস
নেতাজী সুভাষ তোমার সুবাস
ভারত তথা বিশ্ব,
পাওয়ার পরে সবার ঘরে
পায় আনন্দের দৃশ্য৷
নেতাজী সুভাষ তোমায় সাবাশ
দেশপ্রেমিকরা দেবে
বিশেষ ভাবে বাঙালী সবে
তোমায় স্মরণ নেবে৷
নেতাজী সুভাষ স্বামীজীর শ্বাস
তব ভাবনায় ভরা
থাকার ফলে আত্মিক বলে
(তোমার) জীবন ছিল গড়া৷
নেতাজী সুভাষ আই.সি.এস. পাশ
করেও ব্রিটিশের অধীন
চাকরী ছেড়ে দেশের তরে
তুমি ছিলে স্বাধীন
নেতাজী সুভাষ বিদেশীর গ্রাস
দেখেই হলে রাগী
বিদেশ গেলে বন্ধু পেলে
- Read more about নেতাজী সুভাষ করে মনে বাস
- Log in to post comments