খেলার খবর

শ্রীলঙ্কার কাছে এক দিনের সিরিজে অষ্ট্রেলিয়ার লজ্জার হার

শ্রীলঙ্কার কাছে এক দিনের সিরিজে ০-২ ব্যবধানে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া৷ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা তাদের আত্মবিশ্বাসে ধাক্কা দিয়েছে৷ তার থেকেও বড় ব্যাপার, একটি লজ্জার নজিরও গড়েছে স্টিভ স্মিথের দল৷ এশিয়ার মাটিতে এই ফরম্যাটে সবচেয়ে কম রানে আউট হয়ে গিয়েছে তারা৷

বৃহস্পতিবার আগে ব্যাট করে কুশল মেন্ডিসের শতরানের সৌজন্যে ২৮১/৪ তুলেছিল শ্রীলঙ্কা৷ জবাবে শুরু থেকেই উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া৷ ১০৭ রানে অলআউট হয়ে যায় তারা৷ চারটি উইকেট নেন দুনিত ওয়েল্লালাগে৷ তিনটি করে উইকেট অসিতা ফার্নান্ডো এবং ওয়ানিন্দু হাসরঙ্গের৷ ২৫ ওভারও টেকেনি অস্ট্রেলিয়ার ইনিংস৷

রাজ্যে জাতীয় গেমস আয়োজনের ভাবনা বাংলা অলিম্পিক্স সংস্থার

সদ্যসমাপ্ত জাতীয় গেমসে ভাল সাফল্য পেয়েছে বাংলা৷ ১৬টি সোনা-সহ মোট ৪৭টি পদক নিয়ে শেষ করেছে অষ্টম স্থানে৷ জাতীয় গেমসে এটাই বাংলার সবচেয়ে ভাল ফল৷ এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এ বার রাজ্যেই জাতীয় গেমস আয়োজনের চেষ্টা শুরু করছে বাংলার অলিম্পিক্স সংস্থা (বিওএ)৷ সভাপতি চন্দন রায়চৌধুরি এ ব্যাপারে কথাও বলেছেন ভারতীয় অলিম্পিক্স সংস্থার (আইওএ) সভাপতি পিটি ঊষার সঙ্গে৷

শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি

সেই প্রতিযোগিতায় কোন কোন আম্পায়ার ম্যাচের দায়িত্ব সামলাবেন তা আগেই জানিয়ে দিয়েছিল আইসিসি৷ কোনও ভারতীয় আম্পায়ার থাকছেন না এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে৷ আইসিসির তরফে এ বার জানানো হল গ্রুপ পর্বে কোন ম্যাচে কোন আম্পায়ারের হাতে থাকবে দায়িত্ব৷ ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়ার কারা?

নিরুপায় হয়ে ছেঁড়া জুতো পরে জাতীয় গেমসে সোনা জিতলেন সোনিয়া

জাতীয় গেমসের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় এ রকম সমস্যায় পড়তে হবে ভাবতে পারেননি সোনিয়া৷ উত্তরাখণ্ডের খেলোয়াড়ের গতি বা পরিবেশ নিয়ে সমস্যা ছিল না৷ কিন্তু তাঁর কাছে যে জুতো এসেছিল তা মাপে বড়৷ কারণ, তিনি যে মাপের জুতো পরেন তা বাজারে অমিল৷ বাধ্য হয়ে নিজের ছেঁড়া জুতো পরেই ১০ হাজার মিটার দৌড়লেন সোনিয়া৷ ব্রোঞ্জ জিতে চমকে দিলেন৷

টেবল টেনিসে সোনা জয় বাংলার মহিলা দলের

টেবল টেনিসে দাপট দেখাল বাংলা৷ জাতীয় গেমসে দলগত ইভেন্টে সোনা জিতল বাংলার পুরুষ ও মহিলাদের দল৷ দু’টি ফাইনালেই তারা হারাল মহারাষ্ট্রকে৷ জাতীয় গেমসে বাংলার মুখ উজ্জ্বল করলেন ঐহিকা মুখোপাধ্যায়, সুতীর্থা মুখোপাধ্যায়, অনির্বাণ ঘোষ, সৌরভ সাহারা৷ জাতীয় গেমসে বাংলার ১১টি সোনা হয়ে গেল৷ পাশাপাশি আটটি রুপো এবং ১১টি ব্রোঞ্জ রয়েছে৷ সব মিলিয়ে ৩০টি পদক নিয়ে বাংলা রয়েছে ১৩ নম্বরে৷

জাতীয় গেমসে যোগাসনে পদক জয়ী বাংলার মেয়েরা

উত্তরাখণ্ডে জাতীয় গেমসে বাংলার সোনা যোগ৷ মোট তিনটি সোনা এবং একটি রুপো এসেছে মেয়েদের যোগাসনে৷ চার প্রতিযোগীর প্রত্যেযকেই শত প্রতিকূলতা কাটিয়ে প্রথম বারে নেমেই ভারত সেরার মঞ্চে তুলে ধরেছেন বাংলাকে৷ সোনা পাওয়ার সময় আনন্দে চোখের কোণ চিকচিক করে উঠলেও আক্ষেপ কম নেই৷ কারণ পদক জিতলেও বাংলার প্রতীক দেওয়া ট্র্যািকসুট এবং জার্সি তাঁদের ভাগ্যেআ জোটেনি৷ কেন?

আনন্দমার্গ গার্লস হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

৩০জানুয়ারি ২০২৫, আনন্দনগরের উমানিবাস আনন্দমার্গ গার্লস হাইস্কুল চত্বরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রাণবন্ত আয়োজন অনুষ্ঠিত হয়৷ ছাত্রাগণদের অংশগ্রহণে নানা আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়, যেখানে প্রতিটি মুহূর্ত ছিল উদ্দীপনা ও উৎসাহে ভরপুর৷ উল্লাসধবনি ও করতালির গুঞ্জনে প্রতিযোগিতার মাঠ মুখরিত হয়ে ওঠে, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়৷

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্যাট কামিন্সের খেলার সম্ভাবনা ক্রমশ কমছে

আশঙ্কা ছিল৷ সেটাই সত্যি হওয়ার পথে৷ চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্যাট কামিন্সের খেলার সম্ভাবনা ক্রমশ কমছে৷ দলের সঙ্গে যাচ্ছেন না তিনি৷ ফলে এখন থেকেই বিকল্প অধিনায়ক তৈরি রাখতে চাইছে অস্ট্রেলিয়া৷ গোড়ালিতে হালকা চোট ছিল কামিন্সের৷ ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে সেই চোট আরও বেড়েছে৷ ফলে সিরিজ শেষে চোট সারাতে ব্যস্ত কামিন্স৷ পাশাপাশি এই মাসেই তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ার কথা৷ সেই সময় পরিবারের সঙ্গে থাকতে চাইছেন কামিন্স৷ সেই কারণেই তাঁর খেলার সম্ভাবনা কমছে৷ এ কথা স্পষ্ট করে দিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও৷ আপাতত শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া৷ সেই দলে কয়েক জন ক্রিকেটার রয়েছেন

সিনিয়র টিটি-তে পদক বাংলার সিন্ড্রেলার

জুনিয়র থেকে এ বার সিনিয়র স্তরে নজর কাড়ল সিন্ড্রেলা দাস৷ সিনিয়র জাতীয় প্রতিযোগিতায় পদক জিতেছে বাংলার খেলোয়াড়৷ এই প্রথম বার সিনিয়র স্তরের প্রতিযোগিতায় সে পদক জিতল৷ পাশাপাশি ২০২৪ সালের সেরা উঠতি টেবল টেনিস খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছে ১৫ বছর বয়সি সিন্ড্রেলা৷

মহিলাদের অনূর্ধ-১৯ টি২০ বিশ্বকাপে ভারতের দাপট অব্যাহত

মহিলাদের অনূর্ধ-১৯ টি২০ বিশ্বকাপে ভারতের দাপট অব্যাহত৷ কোনও ম্যাচ না হেরে সেমিফাইনালে উঠল তারা৷ সুপার সিক্সের ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত৷ বল হাতে দাপট দেখালেন চম্বলের বৈষ্ণবী শর্মা৷ ম্যাচের সেরা তিনি৷

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৪ রান করে বাংলাদেশের মহিলা দল৷ প্রথম পাঁচ ব্যাটারের কেউ দুই অঙ্কে পৌঁছতে পারেননি৷ সর্বাধিক রান করেন অধিনায়ক সুমাইয়া আখতার৷ ২১ রান করে অপরাজিত থাকেন তিনি৷ কোনও রকমে দলকে ৬৪ রানে নিয়ে যান তিনি৷