শ্রীলঙ্কার কাছে এক দিনের সিরিজে অষ্ট্রেলিয়ার লজ্জার হার
শ্রীলঙ্কার কাছে এক দিনের সিরিজে ০-২ ব্যবধানে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া৷ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা তাদের আত্মবিশ্বাসে ধাক্কা দিয়েছে৷ তার থেকেও বড় ব্যাপার, একটি লজ্জার নজিরও গড়েছে স্টিভ স্মিথের দল৷ এশিয়ার মাটিতে এই ফরম্যাটে সবচেয়ে কম রানে আউট হয়ে গিয়েছে তারা৷
বৃহস্পতিবার আগে ব্যাট করে কুশল মেন্ডিসের শতরানের সৌজন্যে ২৮১/৪ তুলেছিল শ্রীলঙ্কা৷ জবাবে শুরু থেকেই উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া৷ ১০৭ রানে অলআউট হয়ে যায় তারা৷ চারটি উইকেট নেন দুনিত ওয়েল্লালাগে৷ তিনটি করে উইকেট অসিতা ফার্নান্ডো এবং ওয়ানিন্দু হাসরঙ্গের৷ ২৫ ওভারও টেকেনি অস্ট্রেলিয়ার ইনিংস৷