দেশে দেশে আনন্দমার্গ

বাংলাদেশে আনন্দমার্গ 

বাংলাদেশে রংপুরে প্রভাত সঙ্গীত অবলম্বনে সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলাদেশে বিশিষ্টজনদের মধ্যে আনন্দমার্গের প্রতি আগ্রহ বাড়ছে৷ আনন্দমার্গ প্রচারক সংঘের নারী কল্যাণ বিভাগের রিজিওনাল সেক্রেটারী জানান---সম্প্রতি কুষ্টিয়ার উপ কমিশনার সুশান্ত পাল আনন্দমার্গকে জানার আগ্রহে ২০ হাজার টাকা আনন্দমার্গের বিভিন্ন পুস্তক ক্রয় করেন৷

 

বাংলাদেশে সেমিনার

ঢাকা রিজিয়নের রাজশাহী ডায়োসিসের অন্তর্গত নওগাঁ সাদিশপুর আনন্দমার্গ আশ্রমে গত ৩০, ৩১ জুলাই ও ১লা আগষ্ট ফার্স্ট ডায়োসিস সেমিনার সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়৷ এই সেমিনারে রাজশাহী ডায়োসিসের বিভিন্ন ভুক্তি থেকে ৩০০ শত মার্গী ভাই বোন অংশগ্রহণ করেন৷ প্রশিক্ষক ছিলেন আচার্য শুভদীপানন্দ অবধূত৷ শেষদিনে ঢাকা রিজিয়নের আনন্দমার্গ প্রচারক সংঘের মহিলা বিভাগের  রিজিওনাল সেক্রেটারী  অবধূতিকা আনন্দ নিত্যনবীনা আচার্যার পরিচালনায় স্থানীয় শিশু শিল্পীদের নিয়ে প্রভাত সঙ্গীত অবলম্বনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সেমিনারে অংশগ্রহণকারী সমস্ত গ্রামবাসীর মনোযোগ আকর্ষন করে নেয়৷

নেপালে কাটমাণ্ডু রিজিয়নে সেমিনার

গত ১,২ ও ৩রা জুলাই কাটমাণ্ডু রিজিয়নের ধনকুট ডায়োসিসের রঙিলী ভুক্তিতে সেমিনার হয়েছে৷ প্রশিক্ষক ছিলেন আচার্য বীতমোহানন্দ অবধূত৷ সেমিনারে ধনকুট ডায়োসিসের বিভিন্ন প্রান্ত থেকে ৬০ জন মার্গী অংশগ্রহন করেছিল৷

ধুলিখেল ঃ গত ১৫,১৬,১৭ই জুলাই কাটমাণ্ডু  ডায়োসিসের ধুলিখেল ভুক্তিতে প্রথম ডায়োসিস সেমিনার অনুষ্ঠিত হয়৷ প্রশিক্ষক ছিলেন আচার্য বীতমোহানন্দ অবধূত৷ এই সেমিনারে বিভিন্ন স্থান থেকে প্রায় একশত মার্গী অংশগ্রহণ করেনষ উভয় সেমিনারের সংঘটক ছিলেন কাটমাণ্ডু রিজিয়নের আনন্দমার্গ প্রচারক সংঘের মহিলা মহিলা বিভাগের রিজিয়ন সেক্রেটারী অবধূতিকা আনন্দ সম্প্রজ্ঞা আচার্যা৷

জিম্বাবোয়ে আনন্দমার্গ

বর্তমানে যেসব সামাজিক ব্যাধিতে সমাজ আক্রান্ত  তার অন্যতম কারণ শিক্ষার অভাব৷ প্রকৃত শিক্ষার অভাবেই ছাত্রযুব সমাজ নানা ধরনের অসামাজিক কাজে জড়িয়ে পড়ে৷ জাত-পাত ও সম্প্রদায়গত  বিভেদের অন্যতম কারণ শিক্ষার অভাব অথবা অশিক্ষা৷ আনন্দমার্গ দর্শনের প্রবর্তক আনন্দমূর্ত্তিজী শিক্ষা জগতকে নোতুন দিশা দেখান নব্যমানবতাবাদী শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করে৷ সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ এই শিক্ষা ব্যবস্থায় আকৃষ্ট হয়েছেন৷ ছবিতে জিম্বাবোয়েতে আনন্দমার্গ পরিচালিত একটি স্কুল

পণ্ডিচেরীতে আনন্দমার্গ দর্শনের ওপর আলোচনা সভা

২৮ ও ২৯শে আগষ্ট জীবন ও জগতের সর্বতোমুখী বিষয়গুলির ওপর শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী অবদান নিয়ে একটি আন্তর্জাতিক স্তরের মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয় পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়ে৷ অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন পণ্ডিচেরী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি, দর্শন ও আরও ছয়টি বিভাগ ও রেণেশাঁ ইয়ূনিবার্সাল, রেণেশাঁ আর্টিষ্টস্ এ্যাণ্ড রাইটার্স এ্যাশোসিয়েশন যৌথ ভাবে৷

বেঙ্গালুরু আনন্দমার্গ চিলড্রেন্স হোমে অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠান

বেঙ্গালুরু আনন্দমার্গ চিলড্রেন্স হোমে গত ৮ই আগষ্ট মাসিক অখণ্ড কীর্ত্তনে বেঙ্গালুরু সহ কর্ণাটকের বিভিন্ন জেলা থেকে আনন্দমার্গীরা মিলিত হন এই কীর্ত্তন অনুষ্ঠানে৷ শুরুতেই বেঙ্গালুরু আনন্দমার্গ শিশুসদনের বিভিন্ন বয়সের ছেলেরা সংস্কৃত ও বাংলায় প্রভাত সঙ্গীত পরিবেশন করে৷ তারপরই শুরু হয় তাদের সুললিত কণ্ঠে মানবমুক্তির মহামন্ত্র ‘বাবানাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তন৷ কীর্ত্তনের মধুর সুরে এক অপূর্ব স্বর্গীয় পরিবেশ রচিত হয়৷ এরপরে মহিলা ও পুরুষ কণ্ঠে পরিবেশিত হতে থাকে কীর্ত্তন৷ অখণ্ড কীর্ত্তন শেষে মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী রচিত পুস্তকের অংশ পাঠ করা হয়৷ আনন্দমার্গের  সাধনা, কীর্ত্তন ও ভক্তিতত্ত্বের ওপর

ইতালিতে আনন্দমার্গ

ইতালির বেরোণা(Verona)তে গত ২৯শে জুন ‘প্ল্যানেট ইণ্ডিয়া’ নামে একটি সামাজিক-সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

ওই অনুষ্ঠানে আনন্দমার্গের প্রচারক সংঘের প্রচারক আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত ‘সাত্ত্বিক জীবনচর্যা ও আধ্যাত্মিকতা’র ওপর এক মনোজ্ঞ বক্তব্য রাখেন৷ তিনি বলেন আধ্যাত্মিক অনুশীলন মানুষকে উচ্চমূল্যবোধে প্রতিষ্ঠিত করে ও মানুষের জীবনে এনে দেয় যথার্থ শান্তি৷

এখানে রাওয়া(RAWA) শিল্পী রত্না সরকার প্রভাত সঙ্গীত পরিবেশন করেন ও প্রভাত সঙ্গীতের ভাব, সুর ও রাগের ওপর বক্তব্য রাখেন৷

ত্রিপুরায় আনন্দমার্গের ধর্মীয় অনুষ্ঠান

গত ১৪ই ফেব্রুয়ারী ত্রিপুরা রাজ্যের পানিসাগর শহরে স্থানীয় আনন্দমার্গীদের উদ্যোগে মহাদেব মন্দিরে শিবতত্ত্ব ও যোগ বিষয়ে আলোচনা করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ মানব সভ্যতার জনক শিব৷ আদিপিতা ভগবান শিবের বহু নাম --- আদিদেব, বৈদ্যনাথ, নটরাজ, পঞ্চানন, ত্রিলোচন--- শিবের এই নামগুলি তাঁর বিভিন্ন কর্ম ও গুণের পরিচিতি বহন করে৷ কল্যাণময় শিবের ছিল অনন্ত ঐশ্বর্য৷ তাই তার নাম বিভূতিনাথ৷ পরম করুণাময় শিব, মানুষের সার্বিক কল্যাণের উদ্দেশ্যেই আজ থেকে প্রায় ৭ হাজার বছর পূর্বে যোগবিদ্যা এই পৃথিবীতে প্রচার করেছিলেন৷ আচার্য কাশীশ্বরানন্দ অবধূত বলেন, শিব প্রবর্তিত এই যোগবিদ্যাকে ভগবান শ্রীকৃষ্ণ আরও সমৃদ্ধ করেছিলেন৷

আনন্দনগরে বসন্তোৎসব

গত ২১শে মার্চ আনন্দনগরের দধীচি হোষ্টেলে  আনন্দমার্গের চর্যাচর্যের বিধান অনুসারে বসন্তোৎসব অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে প্রথমে  প্রভাতসঙ্গীত, এরপর ৩ ঘন্টাব্যাপী অখণ্ড কীর্ত্তন ও মিলিত সাধনা  অনুষ্ঠিত হয় ও চার শতাধিক আনন্দমার্গী এই উৎসবে যোগ দেন৷

উৎসবে প্রভাত সঙ্গীত পরিবেশন ও অখণ্ডকীর্ত্তন পরিচালনায় ছিলেন আচার্য শুভপ্রসন্নানন্দ অবধূত, আচার্য সুবোধানন্দ অবধূত ও আচার্য শিবপ্রেমানন্দ অবধূত, বসন্তোৎসবের  মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর প্রবচন পাঠ করে শোনান আচার্য দেবাত্মানন্দ অবধূত৷  বসন্তোৎসব  ও দোলযাত্রা উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করেন আচার্য মোহনানন্দ অবধূত ও আচার্য মুক্তানন্দ অবধূত৷

আনন্দমার্গ স্কুলের সুবর্ণজয়ন্তী উৎসব

গত ১১ থেকে ১৩ই মার্চ পর্যন্ত মেদিনীপুর জেলার খড়িপাড়া আনন্দমার্গ স্কুলের ৫০ বৎসর পূর্ত্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষ্যে ১১ তারিখ ১২ ঘণ্টার অখণ্ড বাবা নাম কেবলম্ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ দ্বিতীয় দিনে স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দমার্গ প্রচারক সংঘের প্রবীণ সন্ন্যাসী আচার্য বিকাশানন্দ অবধূত, আচার্য বোধিসত্ত্বানন্দ অবধূত, মেদিনীপুরের ডি.এস৷ আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত ও স্থানীয় বিশিষ্ট শিক্ষাবিদ্গণ৷  স্কুলের প্রিন্সিপাল আচার্য ভুবনেশ্বরানন্দ অবধূত ১৩ই মার্চ সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন৷