ভূস্বর্গে ব্যর্থ সরকারের শাসনে কেন্দ্রের শাসন কায়েম হয়েছে পুনরায়, তাই জনগণ আশা করে কিছুটা শান্তি
সমস্যা সংকুল জম্মু-কশ্মীরে বিজেপি সমর্থিত পিডিপি সরকারের পতন ঘটলো ১৯শে জুন৷ কারণ বিজেপি দল মেহেবুবা মুফতির সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেয়৷ এরপর মেহেবুবা রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পেশ করেন৷ এই জম্মু-কশ্মীরে গত ২০০৮, ২০১৫, ২০১৬ ও বর্ত্তমান রাজ্যপালের শাসন চালান বর্তমানের রাজ্যপাল মিঃ এন.এন ভোরা ৷ এবারে তাঁর ২য় বারের শাসন কালের মাত্র কয়েকদিন আছে যদিও তিনি পরিবর্তিত পরিস্থিতিতে আপাততঃ ২৬ শে আগষ্ট পর্যন্ত অমরনাথ যাত্রা পর্যন্ত রাজভবনে থেকে যাবেন৷ হয়তো তাঁর রাজ্যপালের মেয়াদ বেড়ে যেতে পারে৷ এই ভূস্বর্গে বিধানসভা নির্র্বচন মনে হয় আগামী ২০১৯-এর প্রথম দিকে একসঙ্গে লোকসভা নির্বাচন হতে পারে৷