মুর্শিদাবাদে আলোচনা সভা
গত ২রা সেপ্ঢেম্বর মুর্শিদাবাদে বড়োঞা ব্লকের কুড়িচা গ্রামে আনন্দমার্গ দর্শনের ওপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এই আলোচনা সভায় আনন্দমার্গের যোগ সাধনা ও আনন্দমার্গ দর্শনের সামাজিক-অর্থনৈতিক তত্ত্ব প্রাউট তথা প্রগতিশীল উপযোগ তত্ত্বের ওপর আলোচনা হয়৷ বর্তমান ক্ষয়িষ্ণু সমাজে যোগ সাধনার প্রয়োজনীয়তা ও অর্থনৈতিক মন্দা থেকে পরিত্রাণে ‘প্রগতিশীল উপযোগ তত্ত্বের’ বাস্তবায়নই একমাত্র পথ বলে উল্লেখ করেন প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল আচার্য রবীশানন্দ অবধূত৷ তাঁর মনোজ্ঞ আলোচনায় অনুপ্রাণিত হয়ে বেশ কিছু ছাত্র-যুব যোগ সাধনা শেখে ও প্রাউট তত্ত্বের প্রচারে আত্মনিয়োগ করতে শপথ নেয়৷ এই সভায় আ