বেঙ্গালুরু আনন্দমার্গ চিলড্রেন্স হোমে অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বেঙ্গালুরু আনন্দমার্গ চিলড্রেন্স হোমে গত ৮ই আগষ্ট মাসিক অখণ্ড কীর্ত্তনে বেঙ্গালুরু সহ কর্ণাটকের বিভিন্ন জেলা থেকে আনন্দমার্গীরা মিলিত হন এই কীর্ত্তন অনুষ্ঠানে৷ শুরুতেই বেঙ্গালুরু আনন্দমার্গ শিশুসদনের বিভিন্ন বয়সের ছেলেরা সংস্কৃত ও বাংলায় প্রভাত সঙ্গীত পরিবেশন করে৷ তারপরই শুরু হয় তাদের সুললিত কণ্ঠে মানবমুক্তির মহামন্ত্র ‘বাবানাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তন৷ কীর্ত্তনের মধুর সুরে এক অপূর্ব স্বর্গীয় পরিবেশ রচিত হয়৷ এরপরে মহিলা ও পুরুষ কণ্ঠে পরিবেশিত হতে থাকে কীর্ত্তন৷ অখণ্ড কীর্ত্তন শেষে মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী রচিত পুস্তকের অংশ পাঠ করা হয়৷ আনন্দমার্গের  সাধনা, কীর্ত্তন ও ভক্তিতত্ত্বের ওপরে মূল্যবান বক্তব্য রাখেন আচার্য সত্যশিবানন্দ অবধূত, ভুক্তিপ্রধান সীতারাম শর্মা সহ আরও অনেকে৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজিওনাল সেক্রেটারী আচার্য শান্তশিবানন্দ অবধূত, আচার্য প্রমথেশানন্দ অবধূত, বিশিষ্ট আনন্দমার্গী অ্যাডভোকেট তেজেস সহ বহু আনন্দমার্গের অনুগামী৷

এখানে ছোট ছোট শিশুদের অত্যন্ত যত্ন সহকারে পড়াশোনা ছাড়াও তাদের আত্মিক উন্নতির জন্য সুপারিটেণ্ডেণ্ট আচার্য বেদাত্মানন্দ অবধূতের ঐকান্তিক প্রচেষ্টা প্রশংসনীয়৷