বেঙ্গালুরু আনন্দমার্গ চিলড্রেন্স হোমে গত ৮ই আগষ্ট মাসিক অখণ্ড কীর্ত্তনে বেঙ্গালুরু সহ কর্ণাটকের বিভিন্ন জেলা থেকে আনন্দমার্গীরা মিলিত হন এই কীর্ত্তন অনুষ্ঠানে৷ শুরুতেই বেঙ্গালুরু আনন্দমার্গ শিশুসদনের বিভিন্ন বয়সের ছেলেরা সংস্কৃত ও বাংলায় প্রভাত সঙ্গীত পরিবেশন করে৷ তারপরই শুরু হয় তাদের সুললিত কণ্ঠে মানবমুক্তির মহামন্ত্র ‘বাবানাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তন৷ কীর্ত্তনের মধুর সুরে এক অপূর্ব স্বর্গীয় পরিবেশ রচিত হয়৷ এরপরে মহিলা ও পুরুষ কণ্ঠে পরিবেশিত হতে থাকে কীর্ত্তন৷ অখণ্ড কীর্ত্তন শেষে মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী রচিত পুস্তকের অংশ পাঠ করা হয়৷ আনন্দমার্গের সাধনা, কীর্ত্তন ও ভক্তিতত্ত্বের ওপরে মূল্যবান বক্তব্য রাখেন আচার্য সত্যশিবানন্দ অবধূত, ভুক্তিপ্রধান সীতারাম শর্মা সহ আরও অনেকে৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজিওনাল সেক্রেটারী আচার্য শান্তশিবানন্দ অবধূত, আচার্য প্রমথেশানন্দ অবধূত, বিশিষ্ট আনন্দমার্গী অ্যাডভোকেট তেজেস সহ বহু আনন্দমার্গের অনুগামী৷
এখানে ছোট ছোট শিশুদের অত্যন্ত যত্ন সহকারে পড়াশোনা ছাড়াও তাদের আত্মিক উন্নতির জন্য সুপারিটেণ্ডেণ্ট আচার্য বেদাত্মানন্দ অবধূতের ঐকান্তিক প্রচেষ্টা প্রশংসনীয়৷