আপ্তবাক্য
‘‘...অর্থনৈতিক ক্ষেত্রে যারা তথাকথিত ভাববাদী অর্থাৎ যারা মনে করেন মানুষের কাণে কেবল আদর্শবাদের কথা শোণালেই একটি আদর্শ সমাজ গড়ে উঠৰে, তাদের সাফল্যে আমি আস্থা রাখতে পারি না৷ আর যাঁরা নিছক শক্তি-সম্প্রয়োগের ওপর নির্ভর করেন তাঁদের আমি একেবারেই সমর্থন করতে পারছি না, কারণ আজ যে মানুষকে বেকায়দায় পেয়ে তার ওপর শক্তি সম্প্রয়োগ করছে (নিজের ত্রুটি হয়তো সে সব সময় বুঝতেও পারে না৷) সে প্রতি মুহূর্তে রক্তপাতের মাধ্যমে পাল্টা শক্তি সম্প্রয়োগের চেষ্টা যে করৰে তাতে কিছুমাত্র সন্দেহ নেই৷ ’’
---শ্রীপ্রভাতরঞ্জন সরকার
- Read more about আপ্তবাক্য
- Log in to post comments