জাতীয় স্তরে প্রতিযোগিতায় উত্তীর্ণ আনন্দমার্গ স্কুলের ছাত্র

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কেন্দ্রীয় শক্তিমন্ত্রী-এর উদ্যোগে ‘অলটারনেটিব্‌ পাওয়ার কনজারভেশন’ কি হতে পারে? তা অঙ্কন করে দেখানোর জন্যে দিল্লীতেপ্রতিযোগিতা হয়েছিল৷ এই প্রতিযোগিতায় সারা ভারতবর্ষ থেকে সর্বমোট আশি হাজার প্রতিযোগী ছাত্র-ছাত্রা অংশগ্রহণ করেছিলেন৷  এই প্রতিযোগিতা প্রথমে রাজ্যভিত্তিক হয়৷ তারপর রাজ্যে যারা ১ম, ২য়, ৩য় স্থান অধিকার করে তাদের কে নিয়ে জাতীয় স্তরে  প্রতিযোগিতা আয়োজিত হয়৷ জাতীয় স্তরে যে দশজন নির্বাচিত হয়েছিল, সেই দশজনের মধ্য থেকে বিশালগড় আনন্দমার্গ স্কুলের ছাত্র অংশুমান ভৌমিকও উত্তীর্ণ হয়ে ‘পাওয়ার মিনিষ্টার’-এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছেন৷