June 2023

মানসিক দশা

কৌশিক খাটুয়া

ভরসা ও আশা দুই ভাইবোন

বিশ্ববাসীর ভীষণ আপন,

বিস্বাদ, অবসাদ একদম বাদ

জীবনকে এরা করে বরবাদ৷

বিপদ,আপদ এতটাই বদ

মানুষের ভয়, হারায় সম্পদ৷

শরীরে ক্লান্তি, মনের ভ্রান্তি

উভয় প্রভাবে হারাই শান্তি৷

রাগ, অনুরাগ মন্দ ও ভালো

যেন একটি আঁধার, আরেকটি আলো৷

দুঃখ ও সুখ ঘরে ফিরে আসে

একে অপরের থাকে পাশে পাশে৷

আস্থা, অনাস্থা নয়কো শস্তা

আস্থাতে পাই আশার রাস্তা৷

আর্থিক যোগ, জাগতিক ভোগ

পারমার্থিক প্রাপ্তিতে বৃদ্ধি বিয়োগ৷

কামনা, বাসনার চাহিদার হাত,

তুষিতে গেলে ঘটে পরমাদ৷

‘ৰেগুনগাছও ৰিরিক্ষি’

‘‘যত্র বিদ্বজ্জনো নাস্তি শ্লাঘ্যস্তত্রাল্পধীরপ্৷

নিরস্তে পাদপে দেশে এরণ্ডোহপি দ্রুমায়তে৷৷’’

যেখানে সত্যিকারের বিদ্বান নেই সেখানে অল্পজ্ঞ ব্যষ্টিও শ্লাঘ্য অর্থাৎ বরণীয় রূপে গণ্য হন৷ যেমন যেদেশে বৃক্ষ নেই সেদেশে এরণ্ড (রেড়ির গাছ) বৃক্ষ রূপে সম্বোধিত হয়ে থাকে৷ ওপরের কথাটির কী জুৎসই বাংলা হবে একদিন আমি তা ভাবছিলুম৷ ভাবতে ভাবতে চলেছি হুগলী জেলার ৰেলুন গ্রামের পাশ দিয়ে৷ সবে সন্ধে হয়েছে৷ হঠাৎ দেখি দীর্ঘকায় দুই নারী নাকী সুরে চীৎকার করছে–একজনের হাতে আঁশৰঁটি, অন্যের হাতে মুড়োঝাঁটা৷ তাদের নাকী সুরে বুঝলুম তারা মানবী নয়–পেত্নী৷ কথা শুনে মনে হ’ল তারা দুই জা৷

এশিয়ান গেমসের আগে সমস্যায় পড়তে পারে কুস্তিগিরেরা

এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করতে আগামী ১৫ই জুলাই এর মধ্যে নাম জমা দিতে হবে ভারতীয় অলিম্পিক্স সংস্থাকে (আইওএ)৷ কিন্তু আন্দোলনকারী কুস্তিগিরেরা চেয়েছিলেন সেই সময় কিছুটা বৃদ্ধি করা হোক৷ সেই অনুযায়ী এশিয়ার অলিম্পিক্স কমিটির (ওসিএ) কাছে আবেদন করেছিল ভারত৷ কিন্তু সেই আবেদন না মানার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে৷ সেক্ষেত্রে বজরং পুনিয়া, সাক্ষী মালিকেরা বিপদে পড়বেন৷

আন্তর্জাতিক ২০০ তম ম্যাচ খেলে বিশ্বরেকর্ড গড়লেন রোনাল্ডো

রেকর্ড গড়া রোনাল্ডোর কাছে রোজকার ঘটনা৷ কিন্তু সেই রোনাল্ডোই বিশ্বের প্রথম পুরুষ ফুটবলার হিসাবে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন৷ গোলও করলেন সেই ম্যাচে৷ আইসল্যাণ্ডের বিরুদ্ধে গত ম্যাচ খেলে ২০০তম ম্যাচের রেকর্ড গড়ে ফেললেন রোনাল্ডো৷ ইউরো কাপের যোগ্যতা অর্জন করে ফেললেন রোনাল্ডোরা৷ ২০০৩ সালে পর্তুগালের হয়ে অভিষেক হয় রোনাল্ডোর৷ ২০ বছর ধরে দেশের হয়ে খেলছেন তিনি৷ রোনাল্ডো বলেন, ‘‘আমি খুব খুশি’৷ ২০০ ম্যাচ খেলব এটা ভাবিনি৷ অবিশ্বাস্য একটা সাফল্য সেইসঙ্গে  জয়ের গোল করতে পেরে আমি আরও খুশি৷’’ ৮৯ মিনিটে গোল করেন রোনাল্ডো৷ তবে জালে বল জড়িয়ে দিলেও উৎসব করার জন্য একটু অপেক্ষা করতে হয় তাঁকে৷ রেফারি প্রথমে