ঊ
ঊষর ঃ ‘ঊষ’ মানে নোনা বা নোনতা জল৷ ঊষর মানে নোনা জলে যে ভূমি ৰন্ধ্যা হয়ে গেছে৷ অনেকে যে কোন অনুর্বর ভূমিকে ঊষর ভূমি বলে থাকে৷ তা ৰলা উচিত নয়৷ সমুদ্রের নিকটস্থ এলাকায়, যেমন দক্ষিণ ৰাঙলায় কিছু জমিতে নোনা জল ঢুকে তাকে চাষের অযোগ্য করে দেয়৷ ‘ঊষর’ শব্দটি কেবল সেই সব জমি সম্বন্ধেই প্রযোজ্য৷ এই ঊষর জমি একেবারে ফেলে না রেখে একটু চেষ্টা করলে লঙ্কা, টম্যাটো, বেগুন, উচ্ছে, কয়েকটি কন্দ জাতীয় শস্য ও চাষ-কার্পাস হতে পারে৷ (কার্পাস সাধারণতঃ দু’ধরণের গাছ-কার্পাস ও চাষ-কাপাস৷ গাছ-কার্পাসের গাছ সাধারণতঃ আকারে বড় হয়, বছরের পর বছর ফসল দিয়ে থাকে ও সাধারণতঃ চাষ-কার্পাসের চেয়ে লম্বা আঁশের Long staple) হয়৷ প্রাচীন