August 2021

প্রাউট সঙ্গীত

সাক্ষীগোপাল দেব

ঘরেতে তোমার লেগেছে আগুন

ঘুমায়ে রবে কি আজও

জাগো বাঙালী থেকোনা ঘুমায়ে

যুদ্ধের সাজে সাজো৷৷

 

শত্রুরা আজ ঘিরেছে তোমায়

সংগ্রাম ছাড়া আর পথ নাই

দুনিয়া জুড়ে দাঁড়াও ঘুরে

বজ্র আওয়াজে বাজো৷৷

 

তোমার তুলনা তুমি হে বীর

হিমালয়সম উন্নত শির

গৌরবময় ইতিহাস তব

নিজ গৌরবে বিরাজো৷৷

কান্ত কবি রজনীকান্ত

প্রণবকান্তি  দাশগুপ্ত

১৯০৫ সাল৷ ভারতের বড় লাট তখন লর্ড কার্জন৷ তিনি বাঙলাকে দুইভাগে ভাগ করলেন৷ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও আসামকে একটি নতুন প্রদেশে পরিণত করলেন৷ উক্ত প্রদেশের নাম হ’ল পূর্ববঙ্গ ও আসাম৷ তারজন্য আলাদা শাসনকর্তা নিযুক্ত হ’ল৷ সেই সময় বিহার ও উড়িষ্যা বাঙলার শাসনকর্তার দ্বারা শাসিত হতো৷ সেই অজুহাতে শাসন কার্যে নাকি নানারকম অসুবিধা হতো৷ তাতে শাসন কার্যের সুবিধার্থে বাঙলাকে ভাগ করা হ’ল৷ তখন বাঙলার জাতীয়তাবাদী নেতারা এই বিচ্ছেদের বিরুদ্ধে আপত্তি তোলেন৷ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় শুরু করলেন প্রবল আন্দোলন৷ বড়লাট যখন বললেন'Partition of Bengal is a settled fact'.’ উত্তরে সুরেন্দ্রনাথ বললেন, 'I will unsettled

কাঁচা বেঁশো হ্যাংলামি

‘ক্রুড্’ ধাতুর একটি অর্থ ‘হ্যাংলামি করা’ বা ‘ন্যালা খ্যাপামি করা’ –কাঁচা বাঁশের মত হ্যাংলামি বা ন্যালা খ্যাপামি যা শুণলেই বোঝা যায়, দেখলেই ধরা যায় অথবা এমনও কেউ কেউ থাকে যারা ধরা পড়বার জন্যেই এই রকম হ্যাংলামি বা ন্যালাখ্যাপামি করে থাকে৷ যেমন নেম্তন্ন বাড়ীতে তোমার আরও কয়েকটা রসগোল্লা খাবার ইচ্ছে হল৷ তুমি পাশের ভদ্রলোকটির পাত দেখিয়ে বললে......ও দাদা, এদিকে, এদিকে, এঁর পাতে কয়েকটা রসগোল্লা দিন৷

তিন দিনের প্রস্তুতি ম্যাচে চোটের জন্য খেলছেন না কোহালি ও রাহানে

বিসিসিআই-এর সূত্রে জানানো হয়েছে, পিঠে সমস্যা রয়েছে বিরাট কোহালির৷ সোমবার কিছুটা অসুবিধা হওয়ায় তিন দিনের প্রস্তুতি ম্যাচে বিশ্রাম নেন তিনি৷ কোহলি কবে সুস্থ হবেন তা যদিও বোর্ড এখনও জানায় নি৷

 এছাড়া রহানের ছোট রয়েছে হ্যামস্ট্রিংয়ে৷ তবে আগামী ৪ঠা আগষ্ট প্রথম টেষ্টের আগে তিনি সুস্থ হয়ে যাবেন বলেই জানিয়েছে বোর্ড৷ কোহালি ও রাহানে না থাকায় প্রস্তুতি ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্বে দিচ্ছেন রোহিত শর্র্ম৷

আসন্ন ২০৩০ ফুটবল বিশ্বকাপ  আয়োজন করতে এগিয়ে সৌদি

২০৩০ বিশ্বকাপের আয়োজনের জন্য ইতিমধ্যেই অনেক দাবিদার তৈরী হয়েছে৷ স্পেন এবং  পর্তুগাল অনেক আগেই জানিয়েছে যে তারা যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করতে চায়৷ উয়েফার সমর্থনও রয়েছে তাদের প্রতি৷ দৌড়ে রয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়েও৷

কিন্তু শোনা গিয়েছে, এই কর্মকাণ্ডে উৎসাহ  দিচ্ছে আমেরিকার একটি সংস্থা৷ মূলত সৌদি আরবকে সমর্থন করছে তারা৷ এমনকি ইটালি রাজি না থাকলে মরক্কো বা মিশরের সঙ্গে জুটি বাঁধতেও নির্দেশ দেওয়া হয়েছে সৌদি আরবকে৷

আনন্দসূত্রম প্রসঙ্গে আলোচনা

গত ২৪শে জুলাই  জাতীয় ওয়েবিনারে আনন্দমার্গ দর্শনশাস্ত্র আনন্দসূত্রম ও ভাব ও ভাবাদর্শ গ্রন্থের ওপর এক মনজ্ঞ আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল৷ আলোচনায় বিভিন্ন বক্তা আনন্দমার্গ দর্শনের জগত ও জীবন সম্পর্কে গভীরতত্ত্ব মূলক, বাস্তবও বিজ্ঞানসম্মত, বিচারসম্মত চিন্তাধারাকে তুলে ধরেন৷ জগৎ ও জীবন সম্পর্কে এমন স্বচ্ছ, সামগ্রিক ও পরিপূর্ণ দৃষ্টিভঙ্গী মানুষকে জীবনবোধের সঠিক  দিশা দেখিয়েছে৷

করোনা নিয়ন্ত্রণে কেন্দ্রের পাঁচ বিধান

আপাতত কোভিড সংক্রমণের হার নিম্নগামী৷ সেইসঙ্গে  মানুষের মধ্যেও বিধি মানায় শিথিলতা দেখা দিয়েছে৷ সামনে আসছে  উৎসবের মরসুম৷ তার আগেই সংক্রমনের বিস্তার  রুখতে পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিল কেন্দ্র৷ এ ব্যাপারে রাজ্যগুলির মুখ্যসচিবদের চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজিত ভল্লা৷

পরলোকে গীতা বিশ্বাস

উত্তর ২৪ পরগণা জেলার  বারাসাত নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী গীতা বিশ্বাস গত ২৫শে জুলাই দ্বিপ্রহর ২-৪০ মিনিটে ইহলোক ত্যাগ করে পরমপিতার স্নেহময় কোলে আশ্রয় নিলেন৷ তিনি বেশ কিছুদিন বার্ধক্যজনিত রোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন৷ তাঁর প্রয়াণে পুত্র কন্যা নাতি-নাতনী আত্মীয়পরিজন ও মার্গী মহলে শোকের ছায়া নেমে আসে৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর৷ তিনি বারাসাতের আদর্শনিষ্ঠ আনন্দমার্গী পরলোকগত দুলাল বিশ্বাসের স্ত্রী৷

পুঁজিবাদী শোষণের বিজয়রথ থামাতে গড়তে হবে সামাজিক-অর্থনৈতিক অঞ্চল

বর্ষীয়ান প্রাউটতাত্ত্বিক শ্রী প্রভাত খাঁ বলেন পেগাসাস নিয়ে আজ দেশে তোলপাড় হচ্ছে৷ কিন্তু আসল কথাটা কেউ বলছে না৷  গোটা দেশে -শুধু কেন, সমগ্র মানব সমাজ আজ  পুঁজিবাদের  ফ্যাসিস্ট শোষণের নিষ্পেষণে ওষ্ঠাগত-প্রাণ৷ ফ্যাসিস্ট শোসক আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিকে হাতিয়ার করে সামাজিক অর্থনৈতিক - সাংস্কৃতিক - রাজনৈতিক সমাজের সর্বস্তরে শোষণের জাল-বিস্তার করেছে৷ পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে নাগরিক জীবনের সর্বস্তরে যে ব্যাপক নজরদারী চলছে এও পুঁজিবাদী শোষণের কৌশল৷ সরকার তো পুতুলমাত্র৷ যেই ক্ষমতায় আসুক সেই-ই শোষকের হাতের পুতুল হয়ে যায়৷ তাই মানুষের অস্তিত্ব যে আজ বিপর্যয়ের প্রান্তসীমায় এসে দাঁড়িয়েছে এর জন্যে দ

মিজোরামে কেন্দ্রীয় শাসনের দাবী ‘আমরা বাঙালী’র

শিলচর ঃ গত ২৬শে জুলাই অসমের মিজোরাম লায়লাপুরে মিজোরামের সরকারী মদতপুষ্ট ইয়ং মিজো এসোসিয়েশন, মিজো জিরলাই পল ও মিজোরামের পুলিশ সন্মেলিতভাবে অসম পুলিশ ও সাধারণ নাগরিকের উপর গুলিবর্ষণের তীব্র ধিক্কার ও প্রতিবাদ জানাল ‘‘আমরা বাঙালী’’ দল৷