আনন্দসূত্রম প্রসঙ্গে আলোচনা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৪শে জুলাই  জাতীয় ওয়েবিনারে আনন্দমার্গ দর্শনশাস্ত্র আনন্দসূত্রম ও ভাব ও ভাবাদর্শ গ্রন্থের ওপর এক মনজ্ঞ আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল৷ আলোচনায় বিভিন্ন বক্তা আনন্দমার্গ দর্শনের জগত ও জীবন সম্পর্কে গভীরতত্ত্ব মূলক, বাস্তবও বিজ্ঞানসম্মত, বিচারসম্মত চিন্তাধারাকে তুলে ধরেন৷ জগৎ ও জীবন সম্পর্কে এমন স্বচ্ছ, সামগ্রিক ও পরিপূর্ণ দৃষ্টিভঙ্গী মানুষকে জীবনবোধের সঠিক  দিশা দেখিয়েছে৷

আলোচনা সভায়  সভাপতিত্ব করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোপাল চন্দ্র মিশ্র৷ সভায় বক্তব্য রাখেন বিশ্বভারতী বিশ্ব বিদ্যালয়ের  অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক অজয় মিশ্র, ডঃ সুধাংশু  শেখর, ডঃ শৈলেন্দ্র কুমার সিং, অধ্যাপিকা সুনন্দিতা ভৌমিক প্রমুখ৷ আলোচনা সভার আয়োজন করেন কেন্দ্রীয় জনসংযোগ সচিব আচার্য দিব্যচেতনানন্দ অবধূত৷