February 2022

অখণ্ড কীর্ত্তন ও কম্বল বিতরন

গত ১৬ই জানুয়ারী আনন্দনগর ৰাৰার স্মৃতি সৌধে ৩ ঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন অনুষ্ঠিত হয় ও নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল৷ এই উপলক্ষ্যে দাঁইকুড়ি গ্রামে দুঃস্থ মানুষদের কম্বল বিতরণ করা হয়৷

 

জন্মদিন উপলক্ষ্যে অখণ্ড কীর্ত্তন

আগামী ২১শে জানুয়ারী সুন্দরগোড়া গ্রামের বাসিন্দা হীরালাল কুইরী ও নমিতা কুইরীর প্রথম পুত্র সন্তান শ্রীমান আয়ুষের জন্মদিন আনন্দমার্গীয় বিধিতে পালিত হয়৷ এই উপলক্ষ্যে ছয়ঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয় ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল৷

আনন্দমার্গ স্কুলের ছাত্রদের টিকাকরণ

গত ২১শে জানুয়ারী আনন্দনগর আনন্দমার্গ হাইস্কুলের ব্যবস্থাপনায় ২০০৭ সালে জন্ম ৩২৭ জন ছাত্রকে পুরুলিয়া স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে টীকাকরণ করা হয়৷ আগামী ১৮ই ফেব্রুয়ারী তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে৷

আগরতলায় অখণ্ড কীর্ত্তন

গত ২৬শে জানুয়ারী আগরতলাস্থিত আড়ালিয়ায় বিশিষ্ট আনন্দমার্গী দুলাল ঘোষ ও পান্না সোম ঘোষের পুত্র দীপতনুর জন্মদিন উপলক্ষ্যে তিনঘন্টা অখণ্ড কীর্ত্তন ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল৷ এই উপলক্ষ্যে স্থানীয় মার্গী ভাইবোনেরা প্রতিবেশী ও সন্ন্যাসী দাদা দিদিরা শ্রী ঘোষের বাসগৃহে সমবেত হয়েছিলেন৷

অখণ্ড কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের পর দীপতনু উপস্থিত গুরুজনদের প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করেন৷

অর্থকরি ফসল উৎপাদন

পশ্চিম প্রত্যন্ত আনন্দনগরে বাঁশগড়ে আচার্য সুরেশানন্দ অবধূত অক্লান্ত পরিশ্রম করে আদা, টমেটো, ব্রকোলি প্রভৃতি অর্থকরি ফসল উৎপাদন করেন৷ আচার্য সুরেশানন্দের এই উদ্যোগ স্থানীয় মানুষকে ওই ধরণের অর্থকরি ফসল উৎপাদনে অনুপ্রাণিত করে৷

আনন্দনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা

গত ১লা জানুয়ারী ২০২২ আনন্দনগরে আন্তর্জাতিক নববর্ষ ধর্ম মহাসম্মেলন ও  শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর জন্মশতবর্ষ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পুন্দাগ ষ্টেশন থেকে যাত্রা শুরু করে ধর্ম মহাসম্মেলন মঞ্চে এসে শেষ হয়৷ এই বর্ণাঢ্য শোভাযাত্রায় রাঢ়ের লোক সংস্কৃতি ছৌ-নাচ, ঝুমর-টুসু প্রভৃতি যেমন ছিল তেমনি আনন্দমার্গের শিক্ষা জনকল্যাণমুখী কর্মের ট্যাবলো শোভাযাত্রার শ্রীবৃদ্ধি করে ছিল৷ আনন্দমার্গ প্রচারক সংঘের  শিক্ষা ত্রাণ ও জন কল্যাণ বিভাগ এই শোভাযাত্রার আয়োজন করেছিল৷

আনন্দনগর পরিদর্শন

গত ১৬ই জানুয়ারী আনন্দনগরে পুরুলিয়া আনারা ও কলিকাতার নিউটাউন থেকে ১২ জনের একটি দল আনন্দনগর পরিদর্শন করেন৷ তাঁরা ডাইনোসরের ফসিল পাহাড়, মাল্টা মুসুম্বি বাগান, ড্যাম প্রজেক্ট, পরিবেশ সংবর্দ্ধন কানন, তন্ত্রপীঠ প্রভৃতি দর্শন করেন৷ প্রত্যন্ত গ্রামের মধ্যে আনন্দমার্গের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী দেখে তাঁরা বিস্মৃত হন ও প্রশংসা করেন দূরগ্রামের এই উন্নয়ন কর্মসূচীর৷

 

মেটালা, পোগরো, সীমাটাঁড় ও জড়রো গ্রামে কম্বল বিতরন

গত ২৬শে জানুয়ারী আনন্দনগর সংলগ্ণ মেটলা ও পোগরো গ্রামে তিনঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয় ও এই উপলক্ষ্যে দুঃস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয় ও নারায়ণ সেবা করা হয়৷ ৩০শে জানুয়ারী সীমাটাঁড় ও জড়রো গ্রামের বেশকিছু দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় তিনঘন্টা ‘ৰাৰা নাম কেবলম্‌ অখণ্ড কীর্ত্তনের পর৷

 

পুন্দাগে নেতাজী জয়ন্তী পালন

পুরুলিয়া জেলার আনন্দনগরে পুন্দাগ নেতাজী মোড়ে আমরা বাঙালীর পক্ষ থেকে গত ২৩শে জানুয়ারী শ্রদ্ধার সঙ্গে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মজয়ন্তী পালন করা হয়৷ নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বনমালী মাহাত, রামেশ্বর মাহাত, মনীন্দ্রনাথ মাহাত জগন্নাথ মাহাত প্রমুখ নেতৃবৃন্দ৷ এরপর ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষচন্দ্র বসুর অবদান, তাঁর দেশপ্রেম আত্মত্যাগের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন শ্রী জগন্নাথ মাহাত ও বিবেকরঞ্জন বিশ্বাস প্রমুখ৷

মুর্শিদাবাদে ‘আমরা বাঙালী’ সংঘটনের স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন

গত ১২ই জানুয়ারী মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের ‘আমরা বাঙালী’ সংঘটনের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হয়৷ ‘আমরা  বাঙালী’ সংঘটনের অন্যতম নেতা নিতাই মণ্ডল স্বামী বিবেকানন্দের জীবনী ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন, তিনি আরও বলেন, আজকের দিশেহারা তরুন সমাজকে বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত করে গড়ে তোলার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে৷