যারা রক্ত দিয়ে আদর্শেরে জানাল সম্মানযারা রক্ত দিয়ে আদর্শেরে জানাল সম্মান
দেশে দেশে বিভিন্ন সময়ে এমন কিছু আদর্শবান মানুষ জন্মগ্রহণ করেন (এখানে আদর্শ মানে পূর্ণাঙ্গ জীবনাদর্শ)৷ যারা ইষ্টকে জীবনের ধ্রুবতারা জ্ঞান করে ও আদর্শকে পাথেয় করে ঝাঁপ দেন কর্মসমুদ্রে৷ আদর্শের পতাকা উর্দ্ধে তুলে ধরে বিশ্বমানবতার বাণী পৌঁছে দেন মানুষের ঘরে ঘরে৷ আদর্শের জন্যে এরা শত বাধার উত্তুঙ্গ পর্বত শিখরকেও অনায়াসে অতিক্রম করে যান৷ কোন বাধা-বিপত্তি, নির্যাতন এদের দমাতে পারে না৷ আদর্শের জন্যে এরা প্রয়োজনে হাসতে হাসতে মৃত্যুকে বরণ করেন৷ তাইতো তারা ব্যতিক্রমী---মৃত্যুকে বরণ করে তারা হন অমর দধিচী৷ এরকমই আমাদের মাঝে একজন ছিলেন আদর্শের জন্য আত্মত্যাগী অমর দধিচী রবি সর