আমেরিকায় সম্মানিত ভারতীয় মহিলা পাইলট

সংবাদদাতা
পি.এন.এ,নয়াদিল্লি
সময়

মার্কিন মিউজিয়ামে স্থান ভারতীয় মহিলা বিমান চালকের কৃতিত্ব৷ উত্তর মেরুর উপর দিয়ে বিমানচালনার কৃতিত্ব হিসেবে সানফ্রান্সিসকোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অ্যাভিয়েশন মিউজিয়ামে স্থান পেলেন পাইলট জোয়া আগরওয়াল৷ এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭ নিয়ে সুমেরুসহ ১৬০০০ কিলোমিটার আকাশপথ  জোয়া পাড়ি দেন৷ সেই কৃতিত্বের জন্যই জোয়াকে মার্কিন মুলুকে এই সম্মান দেওয়া হয়েছে৷  করোনা লক্‌ডাউনের সময় কেন্দ্রীয় সরকারের বন্দে-ভারত মিশন-এ অংশ নিয়েছিলেন এই পাইলট৷ সেই সময় তিনি সানফ্রান্সিসকো থেকে বেঙ্গালুরুতে ননস্টপ ফ্লাইট নিয়ে এসেছিলেন৷ এটি বিশ্বের অন্যতম দীর্ঘ ননস্টপ এয়ার রুট৷