২৭শে অক্টোবর ‘রাওয়া’ অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মহান দার্শনিক ঋষি শ্রীপ্রভাতরঞ্জন সরকার কর্তৃক রচিত ও সুরারোপিত প্রভাত সঙ্গীতের ৩৫ বর্ষপূর্ত্তি উপলক্ষ্যে আগামী ২৭শে অক্টোবর সন্ধ্যায় কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে এক সাংসৃক্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷

আনন্দমার্গের প্রবীণ সন্ন্যাসী আচার্য সর্বাত্মানন্দ অবধূত সভাপতিত্ব করবেন৷ ওই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন ডঃ আদিত্য মহান্তি (দর্শন বিভাগের প্রধান, সেন্ট্রাল ইয়ূনিভার্সিটি, ত্রিপুরা)৷

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন, প্রখ্যাত  সঙ্গীতশিল্পী তানিয়া দাম, দীপান্বিতা দেবনাথ, সৌরভ দাস, অবধূতিকা আনন্দ অভীষা আচার্যা, ধ্রুবজ্যোতি সিন্হা, অসিতিমা দেবনাথ, শ্রীমতী অরুনিমা দে প্রমুখ৷ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণনৃত্যনাট্য  কৃষ্ণোস্তি পুরুষোত্তমঃ৷ নৃত্য পরিবেশন করবেন মালাশ্রী ড্যান্স একাডেমীর (কলকাতা) শ্রীমতী অর্পিতা বেঙ্কটেশ ও শান্তিনিকেতনের সবুজকলিনৃত্যগোষ্ঠী৷ অনুষ্ঠান সঞ্চালনা করবেন ঋষি মুখোপাধ্যায়৷ ২৭শে অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়াম’–এ এই অনুষ্ঠানটি  শুরু হবে৷