আগামী জুন মাসের টেষ্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন ঋদ্ধিমান সাহা

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

আসন্ন টেস্ট ম্যাচে হয়তো খেলতে পারবেন না ঋদ্ধিমান৷ কারণ আইপিএলে কলকাতার বিরুদ্ধে খেলার সময় হাতে গুরুতর চোট পান তিনি৷ তাই  আফগানিস্থানের সঙ্গে যে টেষ্ট ম্যাচ হতে চলেছে জুন মাসে তাতে খেলবেন না তিনি৷ ঋদ্ধিমানের ডানদিকের বুড়ো আঙ্গুল ভেঙ্গে গেছে৷ তাই কোনোভাবেই খেলার উপযুক্ত হতে পারছেন না এমতবস্থায়৷  ডাক্তারদের মতে তার খেলার সম্ভাবনা ক্ষীণ ৷ ক্রিকেট থেকে জানানো হয়েছে ঋদ্ধির চোটের ওপর নজর রাখা হয়েছে, ঋদ্ধির চোটের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে৷ কিন্তু এখন যা পরিস্থিতি  তাতে করে  আফগানিস্থানের বিরুদ্ধে এই ঐতিহাসিক ম্যাচের উইকেটের পেছনে দাঁড়ানো ঋদ্ধিমানের পক্ষে এখন সম্ভব হবে না এটাই কঠিন সত্যি৷ তাই ১৪ই জুন শুরু হওয়া টেষ্ট ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি৷

ঋদ্ধি দলে না থাকায় তার পরিবর্তে দু’জনের নাম উঠে আসছে এক পার্থিব প্যাটেল ও দীনেশ কার্ত্তিক৷ কিন্তু পার্থিবের কিপিং ফর্ম অতটা ভাল না হবার কারণে দীণেশ কার্ত্তিকের ফর্ম ভাল হবার দরুণ এবার টেষ্টে ঋদ্ধির পরিবর্তে দীণেশ কার্ত্তিকেই বেছে নিয়েছে ক্রিকেট বোর্ড৷