আগামী মার্চে শুরু হতে চলেছে অলিম্পিক্স মশাল দৌড়

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

আগামী ২৫শে মার্চ থেকে জাপানের উত্তরপূর্ব ফুকুশিমা থেকে শুরু হতে চলেছে মশাল দৌড়৷ টোকিও অলিম্পিক্সের মশাল দৌড়৷ আর মাত্র কয়েক মাসের অপেক্ষা৷ কিন্তু প্রশ্ণ জাগছে সকলের যে ২০২১ শে টোকিওতে অলিম্পিক হবে তো? জাপানের প্রায় ৩০ শতাংশ মানুষ ভোটের মাধ্যমে জানিয়েছেন যে অলিম্পিক্স বাতিল করার জন্য আর ৭০ শতাংশ মানুষ জানিয়েছেন বাতিল না করার কথা৷

তাই উদ্যোক্তারা একটু চিন্তিত এ বিষয়ে কিন্তু তারা আশাবাদী অলিম্পিক্স নিয়ে৷ তারা মশাল দৌড়ের  যাবতীয় পরিকল্পনাও শুরু করে  ফেলেছেন৷  মশাল দৌড়ে প্রায় ১০ হাজার জনের নাম নথিভুক্ত করার কথা তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন৷ টোকিয়ো অলিম্পিক্স আয়োজক কমিটির  ভাইস ডিরেক্টর জেনারেল ইউকিহিকো নুনোমুরা জানিয়েছেন--- ‘‘আমরা  মশাল দৌড়ের শুরু হওয়ার আগে থেকেই কোভিড নিয়ে  পর্যবেক্ষণ করে যাব৷ পুরো অনুষ্ঠানটি যতটা সম্ভব কোভিড বিধি মেনে ছোট ও সহজ রাখার চেষ্টাও করছি ও যতটা সম্ভব কম মানুষকে যুক্ত করছি৷’’ এইভাবে জাপান প্রস্তুতি নিচ্ছে অলিম্পিক্সের মশাল দৌড়ের৷ তাই সকলের একটাই কামনা নূতন বছরের নূতন উদ্দীপনা নিয়ে যেন শুরু হতে পারে অলিম্পিক্স-এর ‘টর্চ রিলে বা মশাল দৌড়’৷