অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৮ই ফেব্রুয়ারী বীরভূম জেলার সিউড়ি ১ নং ব্লকের কচুরজোরের কাছে মহবনা গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী শ্রদ্ধেয়া অর্চনা দাসের বাসভবনে বাবা নাম কেবলম্ মহামন্ত্রের অখণ্ড নাম সংকীর্ত্তন হয়৷ কীর্ত্তন পরিচালনা করেন মানবেন্দ্র ঘোষাল, কেশব চন্দ্র সিন্হা, রবি ঘোড়াই প্রমুখ৷ অখণ্ড কীর্ত্তনের পর কীর্ত্তন মহিমা ও আনন্দমার্গের আদর্শ সম্পর্কে বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ তন্ময়া আচার্যা৷

গত ২৫, ২৬ ফেব্রুয়ারী ঝাড়খণ্ডের বড়াম ব্লকের শুশনি গ্রামের স্থানীয় আনন্দমার্গ স্কুলে ২৪ ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই কীর্ত্তন পরিচালনা করেন আচার্য মহীদেবানন্দ অবধূত৷ অখণ্ড কীর্ত্তন, মিলিত সাধনার পর কীর্ত্তন ও ভক্তিতত্ত্বের ওপর বক্তব্য রাখেন আচার্য মহীদেবানন্দ অবধূত, আশিস নাগ চউধুরী৷ সবশেষে ৩০০ জন ভক্তকে নারায়ণ সেবায় আপ্যায়িত করা হয়৷