অলিম্পিক্সে যাওয়ার ছাড়পত্র  পেলেন মেরিকম

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

জর্ডনের রাজধানী আন্মানে বাছাই পর্বের প্রতিযোগিতায় রবিবার অলিম্পিক্সের  ছাড়পত্র পেয়েছিলেন ভারতের পাঁচ বক্সার৷ এ দিন মেরি, সিমরনজিৎ ও অমিত যোগ্যতা অর্জন করায় সেই সংখ্যা হল আট৷ লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী মেরী জিতেছেন  ফিলিপিন্সের আইরিশ ম্যাগনোর বিরুদ্ধে৷ এই ম্যাচের ফল ৫-০৷ এই একই ফলে মঙ্গোলিয়ার নামউন মনখোরের  বিরুদ্ধে রিংয়ে ঝড় তুলে সেমিফাইনালে যান সিমরনজিৎ৷ আর অর্মি ফিলিপিন্সের কার্র্লে পালামকে  হারান ৪-১ ফলে৷

মহিলাদের বক্সিং মহলে ম্যাগনো পরিচিত তাঁর আগ্রাসনের জন্য৷ কিন্তু ৩৭ বছরের মেরি সোমবার  তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়েই প্রথম রাউন্ড থেকে দুর্র্দন্ত প্রতি-আক্রমণে ম্যাগনোকে কোণঠাসা করে দেন৷ মেরি অলিম্পিক্সের জন্য যোগ্যতা অর্জন করলেন৷  দারুণ জয়৷ অভিনন্দন৷’’ যাঁকে নিয়ে ক্রীড়ামন্ত্রীর এই উচ্ছ্বাস৷ সেই মেরি অলিম্পিক্সের  যোগ্যতা অর্জনের পরে ক্রীড়ামন্ত্রী কিরেন  রিজিজু টুইট করেন, ‘‘ভারতের জন্য ঐতিহাসিক  মুহূর্ত৷ কিংবদন্তি ভারতীয় বক্সার  মেরি কম টোকিও অলিম্পিক্সের জন্য যোগ্যতা অর্জন করলেন৷  অলিম্পিক্সের সুযোগ পেয়ে গেলেন ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম৷