আমতায় সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৭ এপ্রিল হাওড়া জেলার আমতার উদংয়ে আনন্দমার্গের ব্লকস্তরীয় সেমিনার অনুষ্ঠিত হয়৷ এই সেমিনারে ব্লকের বিভিন্ন গ্রাম থেকে বহু আনন্দমার্গের অনুগামী সহ ছাত্র-যুবা যাঁরা এখন আনন্দমার্গের সদস্য হননি তাঁরাও উপস্থিত ছিলেন৷ সেমিনারে আনন্দমার্গের আদর্শের উপরে বিস্তৃত আলোচনা করেন আচার্য প্রসূনানন্দ অবধূত৷ তিনি বলেন, সামাজিক-অর্থনৈতিক-রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে বা শিক্ষা-সংসৃকতি ও আধ্যাত্মিক ক্ষেত্রে আজকে মানুষ লক্ষ্যহীন, আদর্শহীন হয়ে কেবলমাত্র ক্ষুদ্র স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ছুটে চলেছে৷ এই অবস্থায় আনন্দমার্গ মানুষের জীবনের সর্বক্ষেত্রে লক্ষ্য ও কর্তব্য সম্পর্কে সুষ্পষ্ট পথ নির্দেশনা দিয়ে চলেছে৷ যে পথে চললে মানুষের তথা সমাজের সার্বিক কল্যাণ হবে৷ আনন্দমার্গের সেই সর্বানুসূ্যত আদর্শকে জানতে হবে৷ সেমিনারে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন অবধূতিকা আনন্দ চিরমধুরা আচার্যা৷ সেমিনার পরিচালনায় ছিলেন সমর ভৌমিক ও উত্তম বসাক৷