আনন্দমার্গ হাইস্কুলে কবাডি খেলা শুরু

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৯ই মার্চ,২৪ ‘কবাডি’ ও ‘খো-খো’ খেলার জাতীয় কর্মকর্তা ও সিনিয়র কোচ শ্রী তারক মজুমদার মহাশয়ের প্রত্যক্ষ প্রশিক্ষণ ও তত্ত্বাবধানে ও কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রাক্তন ক্রীড়া শিক্ষক শ্রীনুপকুমার পাল মহাশয়ের উদ্যোগে আনন্দমার্গ বয়েজ হাইস্কুলে কবাডি প্রশিক্ষণ আজ থেকে শুরু হয়েছে৷ যদিও কবাডি ভারতবর্ষের প্রাচীনতম নিজস্ব ক্রীড়া, তবুও কোথাও আজ যেন ব্রাত্য৷ ভারত ও রাজ্যের স্কুলস্‌ গেমে স্বীকৃত খেলা৷ এই খেলার প্রতি ছাত্রদের দারুণ উৎসাহ দেখা গেছে৷