আনন্দমার্গের চর্যাচর্য বিধি অনুসারে বৈপ্লবিক বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৩রা নভেম্বর রবিবার সন্ধ্যায় আনন্দমার্গ প্রচারক সংঘের কলিকাতা ভি.আই.পি. নগর বাজার কেন্দ্রীয় আশ্রমে আনন্দমার্গের সমাজশাস্ত্র চর্যাচর্য় মতে এক বৈপ্লবিক বিবাহ অনুষ্ঠিত হয়৷ প্রসঙ্গত উল্লেখ্য যে আনন্দমার্গে সমস্ত রকম জাত-পাত-সম্প্রদায় ও ভৌগোলিক ব্যবধানকে অস্বীকার করে মার্গের সমাজশাস্ত্র মতে দুই তরুণ-তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে বৈপ্লবিক বিবাহ বলা হয়৷ এই বিবাহ প্রচলিত সমাজ ব্যবস্থা থেকে সম্পূর্ণ পৃথক৷

বিবাহের পাত্র ছিলেন হল্যাণ্ড নিবাসী  জয়দেব (জনি), পাত্রী ছিলেন ভারতেরই অসম প্রদেশের গুয়াহাটীর মেয়ে তনুকা দেব৷ সাপ্তাহিক ধর্মচক্র শেষে এই পবিত্র অনুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠান পরিচালনা করেন পাত্রপক্ষে আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত ও পাত্রীপক্ষে অবধূতিকা আনন্দ তপস্নিগ্দা আচার্যা৷ উপস্থিত সুধীজন নবদম্পতিকে আশীর্বাদ করেন৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷