আনন্দমার্গের নোতুন আশ্রমের শিলান্যাস ও অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

উত্তর ২৪ পরগণা ঃ উত্তর ২৪ পরগণা জেলার ঠাকুরনগরে আনন্দমার্গের নোতুন আশ্রমের শিলান্যাস হয়েছে গত ১৬ই সেপ্টেম্বর৷ এই জমিটি আনন্দমার্গ প্রচারক সংঘকে দান করেছেন ডঃ তারা কর৷ এই উপলক্ষ্যে ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অখণ্ড কীর্ত্তন হয়৷ কীর্ত্তনের পরে সাধনা ও গুরুপূজা শেষে কীর্ত্তন সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য সুরেশানন্দ অবধূত, আচার্য অভিব্রতানন্দ অবধূত ও শ্রী সন্তোষ কুমার বিশ্বাস৷ এরপর আশ্রম ভবনের শিলান্যাস করেন আনন্দমার্গ প্রচারক সংঘের প্রবীণ সন্ন্যাসী আচার্য ভবেশানন্দ অবধূত৷ ওই স্থলে ওই দিন একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়৷ সেখানে প্রায় শতাধিক ব্যষ্টির স্বাস্থ্য পরীক্ষা করেন ডাঃ নির্মল সরকার ও ডাঃ দীনেশ বিশ্বাস৷ রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধও প্রদান করা হয়৷