আনন্দমার্গের তত্ত্বসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৬ই এপ্রিল হাওড়া জেলার জগত্বল্লভপুর ব্লকের অন্তর্গত গড় বালিয়া গ্রামের মহাপ্রভুতলায় আনন্দমার্গের পক্ষ থেকে এক তত্ত্বসভার আয়োজন করা হয়৷ উক্ত সভায় প্রায় ছয়-সাতশগ্রামবাসী উপস্থিত ছিলেন৷ এই সভায় আনন্দমার্গের দর্শন ও আদর্শের ওপর বক্তব্য রাখেন আচার্য অভিব্রতানন্দ অবধূত, আচার্য সুবিকাশানন্দ অবধূত ও প্রবীণ মার্গী বকুল রায় মহাশয়৷

আচার্য অভিব্রতানন্দ অবধূত তাঁর বক্তব্যে বলেন, মানুষের জীবনের লক্ষ্য ঈশ্বর লাভ৷ তাই সাধনা, সেবা ও ত্যাগই মানব জীবনকে সার্থক করে তোলে৷ আচার্য সুবিকাশানন্দ অবধূত বলেন, প্রতিটি মানুষের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশের জন্যে যোগসাধনা করা অবশ্য কর্তব্য৷

আনন্দমার্গের একনিষ্ঠ কর্মী মহাব্রত হাজরা এই তত্ত্বসভার প্রধান উদ্যোক্তা৷ এছাড়া উপস্থিত ছিলেন ভুক্তিপ্রধান সুব্রত সাহা ও হাওড়ার ডিট.এস.আচার্য নিত্যপ্রজ্ঞানন্দ অবধূত৷ এদিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অখণ্ড কীর্ত্তনেরও ব্যবস্থা ছিল৷ কীর্ত্তনে অংশগ্রহণ করেন হুগলীর ডি এস এল দিদি অবধূতিকা আনন্দ চিরমধু আচার্যা ও কুমারী গুণাতীতা দত্ত৷

তত্ত্বসভা শেষে আনন্দমার্গের আদর্শে উদ্বুদ্ধ হয়ে পঁচিশ জন গ্রামবাসী আনন্দমার্গের সাধনায় দীক্ষিত হন৷