আনন্দনগর সংবাদ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

অখণ্ড কীর্ত্তন ও নামকরণ অনুষ্ঠান

৪ঠা আগষ্ট ঃ আনন্দনগর ডামরুঘুটু গ্রামে গত ৩ ও ৪ আগষ্ট ২৪ ঘণ্টা ব্যাপী মানব মুক্তির মহামন্ত্র ‘বাবানাম কেবলম্’ অখণ্ড সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ ডামরুঘুটু গ্রাম সংলগ্ণ গ্রামগুলি থেকে স্ত্রী-পুরুষ নির্বিশেষে সব বয়সের ভক্তবৃন্দ এই কীর্ত্তনে যোগদান করে মহানামে বিভোর হয়ে কীর্ত্তন করতে থাকেন৷  কীর্ত্তন শেষে মিলিত ঈশ্বর প্রণিধান, গুরুপূজা ও স্বাধ্যায়ের পরে আনন্দমার্গের সমাজশাস্ত্র চর্যাচর্য বিধি অনুসারে শ্রীপবন কুমার সোরেন ও শ্রীমতী ফুলমনি সোরেনের শিশুকন্যার নামকরণ অনুষ্ঠিত হয়৷

 

বৃক্ষরোপন

গত ৭ই আগষ্ট আনন্দনগর ফার্ম ডিপার্টমেণ্টের পক্ষ থেকে গুড়িডি গ্রামে ফার্মের নিজস্ব জমিতে নানান প্রজাতির সহস্রাধিক চারাগাছ রোপন করা হয়৷ এই বনসৃজন কর্মসূচীতে ছিল কাশ্মীরি আপেল, ফুল, চিকু, লিচু, পেয়ারা, আম, কমলা, আমলকি, শিমুল, মেহগনি, নেবু প্রভৃতি গাছের চারা৷

উমানিবাসে স্বচ্ছতা অভিযান

২রা আগষ্ট, আনন্দনগর ঃ আনন্দমার্গ গার্লস্ হাইস্কুল সংলগ্ণ উমানিবাসের ছাত্রারা  লোয়ার খটাঙ্গা ও ডামরুঘুটু গ্রামে বন-জঙ্গল পরিস্কার করে স্থানীয় গ্রামবাসীদের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করেন৷ ছাত্রারা আশা করেন তাদের এই কাজে গ্রামবাসীরা উদ্বুদ্ধ হবে তাঁরা তাঁদের গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেতন হবে৷

শ্রাবণী পূর্ণিমা উৎসব

 গত ১৫ই আগষ্ট আনন্দনগর ‘বকুলবিতান’-এ শ্রাবণী পূর্ণিমা স্মরণে তিন ঘণ্টা ব্যাপী অখণ্ড ‘বাবানাম কেবলম্’ কীর্ত্তন আয়োজন করা হয়েছিল৷ এই দিনটিকে সামনে রেখে আনন্দনগর হাইস্কুলে ১৬টি ফুটবল দল নিয়ে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়৷

আনন্দনগর গার্লস্ হাইস্কুলের শিক্ষিকা ও ছাত্রারা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চারাগাছ বিতরণের মধ্যে দিয়ে শ্রাবণী পূর্ণিমা উৎসব পালন করেন৷

অনন্ত গোপের জীবনাবসান

গত ১২ই আগষ্ট আনন্দনগর সংলগ্ণ বড়মেটালা গ্রামের প্রবীণ আনন্দমার্গী শ্রী অনন্ত গোপ ইহলোক ত্যাগ করেন৷ তিনি একজন সক্রিয়, একনিষ্ঠ ও আদর্শবাদী কর্মী ছিলেন৷ ২০শে আগষ্ট বড়মেটালার বাসভবনে আনন্দমার্গের সমাজশাস্ত্র অনুসারে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়৷

তারাপদ গরাঞ-এর জীবনাবসান

আনন্দনগর সংলগ্ণ চিতমু গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী শ্রী তারাপদ গরাঞ গত ২রা সেপ্ঢেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর৷ তিনি আনন্দনগর স্থাপনের দিন থেকেই আনন্দমার্গের সঙ্গে যুক্ত ছিলেন৷

জন্মাষ্টমী উদ্যাপন

নিজস্ব সংবাদদাতা ঃ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে ২৩শে আগষ্ট পশ্চিম প্রত্যন্ত আনন্দনগরে মধ্যরাঢ় বিন্দুতে কুন্তী ও দক্ষিণা নদীর সংযোগস্থলে তিন ঘণ্টা ব্যাপী অখণ্ড ‘বাবানাম কেবলম্’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা, গুরুপূজা, স্বাধ্যায়ান্তে নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল৷