আনন্দনগরে প্রাউট প্রশিক্ষণ শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দনগর ঃ গত ৮,৯ ও ১০ মার্চ আনন্দনগরে প্রাউট প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়৷ এই প্রাউট প্রশিক্ষণ শিবিরে আনন্দনগরের চতুর্ষ্পাশ্বের ৫২টি গ্রাম থেকে শতাধিক প্রতিনিধি যোগ দিয়েছিলেন৷ এই প্রশিক্ষণ শিবিরে আচার্য প্রসূনানন্দ অবধূত ও আচার্য রবীশানন্দ অবধূত যথাক্রমে মূলতঃ প্রাউটের বৈশিষ্ট্যের ওপর ও আদর্শ নেতৃত্বের ওপরে বিস্তারিত আলোচনা করেন৷ আচার্য প্রসূনানন্দ অবধূত বলেন---বর্তমানের সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রে দু’টি তত্ত্ব চালু রয়েছে৷ একটা হ’ল পুঁজিবাদ, অন্যটা মার্কসবাদ৷ বলা বাহুল্য বর্তমানে প্রায় সমস্ত রাজনৈতিক দল এই দু’টি তত্ত্বের যে কোনও একটিকে মানে৷ কিন্তু এই দু’টিই আজকের পৃথিবীর ভয়াবহ সামাজিক-অর্থনৈতিক সমস্যা সহ অজস্র সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে৷ এই পরিস্থিতিতে একমাত্র মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকারের ‘প্রাউট’ দর্শনই আজকের মানব সমাজের এই ভয়ঙ্কর সামাজিক-অর্থনৈতিক সমস্যা সহ সমস্ত সমস্যারই সমাধান করতে সক্ষম৷

আচার্য রবীশানন্দ অবধূত বলেন---প্রাউটের  গোড়ার কথা হ’ল আজকের সমাজের বলতে গেলে সবচেয়ে বড় সমস্যা সৎ ও নীতিবাদী মানুষের অভাব৷ একমাত্র নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমেই সৎ ও নীতিবাদী মানুষ গড়ে তোলা যায়৷