আনন্দনগরে ফুটবল প্রতিযোগিতা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

জেলা ফুটবল লীগ ঃ গত ২৮শে  আগষ্ট,২৩ মানুভূম (পুরুলিয়া) জেলা ফুটবল লীগ,২০২৩-২৪ ‘বি’ ব্লকের ডিভিশনের ‘কে’ গ্রুপে (এস.এস.এ.সি) আনন্দনগর বনাম সুপুরডি আদিবাসী ক্লাবের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পুরুলিয়ার সিমুলিয়া মাঠে৷ আনন্দনগর ১-০ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়৷

আচার্য কীর্তানন্দ অবধূত লীগ ঃ আনন্দনগরে ‘স্পোর্টস কালচার’ গড়ে তোলার লক্ষ্যে স্পিরিচ্যুয়ালিষ্টস স্পোর্টস এণ্ড এডভেঞ্চারস ক্লাব আনন্দনগর সারা বছর বিভিন্ন খেলাধূলার আয়োজন করে থাকে৷ ফুটবল খেলার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে কারণ এতে বেশি সংখ্যায় সব বয়সের ছেলে মেয়েরা অংশগ্রহণ করতে পারে৷ তাছাড়া এটা একটা দলগত খেলা ও সবাইকে একসঙ্গে ব্যস্ত রাখে৷ সব বয়সের  ছেলে-মেয়েদের কথা ভেবে বয়সভিত্তিক টুর্ণামেন্টের আয়োজন করা হয়৷

গত ১৬ই আগষ্ট,২৩ আঠারো উর্দ্ধ আচার্য কীর্র্তনন্দ অবধূত স্মৃতি ফুটবল লীগে দশটি টীম অংশগ্রহণ করে৷ দশটি টীমকে গ্রুপ-১ ও গ্রুপ-২ দুটি গ্রুপে বিভক্ত করে খেলা শুরু হয়৷ গত ১৬ই আগষ্ট গ্রুপ-২ লীগের শেষতম খেলা৷  আনন্দনগর বনাম  ষ্টার ক্লাব, ররেকচা প্রতিযোগিতা হয়৷ উভয় পক্ষে কোন গোল হয়নি৷ গ্রুপ-২ এর পাঁচটি টীমের সঙ্গে  আনন্দনগরের ফলাফল ---১) এসএসএসি বাঙ্গিডিরি বনাম এসএসএসি (সিনিয়র), আনন্দনগর প্রতিযোগিতায়, আনন্দনগর-২-০ গোলে জয়ী হয়৷ ২) জি.এস.আই.টি আই কলেজস পুন্দাগ বনাম এস.এস.সি, আনন্দনগর প্রতিযোগিতায়, আনন্দনগর ২-০ গোলে জয়ী হয়৷ ৩)নিউ.এস সাগেন গাওতা ক্লাব, হাতিনাদা বনাম এস.এস.এসি আনন্দনগর প্রতিযোগিতায় ৫-০ গোলে জয়ী হয়৷ ৪) ষ্টারক্লাব, ররেকচা বনাম এস.এস.এসি আনন্দনগর, প্রতিযোগিতায় কোন পক্ষেই গোল করতে পারেনি৷ ৫) এস.এস.সি, আনন্দনগর কোয়ার্টার ফাইনালে মোট গোলসংখ্যা ৮৷ গ্রুপ-২ কোয়ার্টার ফাইনাল লীগে আনন্দনগরের পক্ষে গোল করে মঙ্গল মুর্মু-৪ ও বাকিরাও ১-১ করে গোল করেছে৷ গ্রুপ-২ লীগে চ্যাম্পিয়ান হয় আনন্দনগর ও রানার্স হয় পুন্দাগ৷ গ্রুপ-১ লীগে চ্যাম্পিয়ান হয় কংসাবতী ক্লাব জাবর ও রানার্স হয় বাগলতা স্পোর্টিং ক্লাব৷ গত ২১শে আগষ্ট সেমিফাইনাল হয় ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ২৫শে আগষ্ট৷

আচার্য কীর্তানন্দ অবধূত লীগ ফাইনাল ঃগত ২৫শে আগষ্ট,২৩ ১৮ বছরের উর্দ্ধে এই গ্রামীণ ফুটবল লীগ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় আনন্দমার্গ প্রাইমারী স্কুলের মাঠে৷ এসএসএসি আনন্দনগর বনাম কংসাবতী ক্লাব  জাবরের মধ্যে৷ আনন্দনগর ৩-০ গোলে জয়ী হয়৷ ম্যান অব দা সিরিজ ঘোষিত হয় গোলকিপার নীলকমল কিসকু৷ ম্যান অব দা ম্যাচ হয় গুরুপদ টুডু৷ সর্র্বেচ্চ গোলদাতার শিরপা পান মঙ্গল মুর্মু৷

আচার্য বিবেকানন্দ অবধূত ফুটবল প্রতি যোগিতা ঃ আনন্দমার্গ হাইস্কুলের পরিচালনায় প্রতি বছর ১৫ই আগষ্ট অনুধর্ব ১২ বছর বয়সের ছেলেদের নিয়ে নক্‌-আউট ফুটবল  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ এই বছর থেকে আনন্দমার্গ হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক স্বর্গীয় বিবেকানন্দ অবধূত স্মরণে একটি ফুটবল প্রতিযোগিতা পালিত হতে থাকবে৷ এবার সবচেয়ে বেশি সংখ্যা ৩২টি টীম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে৷ সবাই স্বতস্ফূর্ত ভাবে বিভিন্ন গ্রাম, স্কুল, হোষ্টেলের ছেলেরা টীম ঘটন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে৷ গত ১২-১৫আগষ্ট চারদিন ধরে এই প্রতিযোগিতা হয়৷ কোয়ার্টার ফাইনালে খেলা হয় (১) গোপীনাথপুর বনাম এসএসএসি আনন্দনগর, আনন্দনগর ৪-০ গোলে জয়ী হয়৷ ২) মারাংবুরু বনাম ষ্টার দধীচি. মারাংবুরু ১-০ গোলে জয়ী হয় সেমিফাইনালে ১) আনন্দনগর বনাম মারাংবুরু, ট্রাইবেকারে মারাংবুরু ৩-২ গোলে জয়ী হয়৷ ২)পিপি হোষ্টেল বনাম চামচাকা , ট্রাইব্রেকারে চামচাকা ২-১ গোলে জয়ী হয়৷ ফাইনালে মারাংবুরু বনাম চামচাকা প্রতিযোগিতায় মারাংবুরু ১-০ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ান হয়৷