আপ্তবাক্য

লেখক
আচার্য প্রসূনানন্দ অবধূত

‘‘তান্ত্রিকদের কর্তব্য হচ্ছে স্থূলতা, অসাম্য ও ভীতম্মন্যতার বিরুদ্ধে নিরলস সংগ্রাম করে যাওয়া৷ সমাজে সত্যিকারের সাম্য কখনোই আসতে পারে না যদি বিচারের মাপকাঠি  গুণগত না হয়ে শুধু সংখ্যাভিত্তিক হয়৷ সেই জন্যেই আজ যারা সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের পরিশীলিত বা উদ্দীপিত করে তোলেন নি, তাদের সংখ্যাই সবচেয়ে বেশি তাই গণতন্ত্রের মাধ্যমে নয়, যারা সত্যিকারের তান্ত্রিক তাদের হাতে দায়িত্ব অর্পন করে বা ক্ষমতা ছেড়ে দিয়ে পৃথিবীতে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সত্যিকারের সাম্য প্রতিষ্ঠা করতে হবে৷ কেননা একাজ অ-তান্ত্রিকের নয়, তান্ত্রিকদের দ্বারাই সম্ভব৷ অবশ্য মানসিক তথা, আধ্যাত্মিক অধিক্ষেত্রে তো বটেই, বস্তুতান্ত্রিক জগতেও সম্পূর্ণ শতকরা ১০০ভাগ সাম্য কোনোদিনই আসবে না৷ এজন্য তান্ত্রিকরাই অনির্দিষ্ট কালের জন্যে সংগ্রাম করতে থাকবেন৷ তাই তাদের জীবনে একমুহূর্তের জন্যেও বিশ্রামের অবকাশ নেই’’৷

                                         ---শ্রীশ্রীআনন্দমূর্ত্তি