আরও ১৫ দিন করোনা স্বাস্থ্যবিধি বজায় থাকবে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ছাড়ের পরিধি কিছুটা বাড়িয়ে করোনা সংক্রমণ রুখতে বিধি-নিষেধের মেয়াদ ৩০শে জুলাই পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল৷ তবে মানুষের রুজি রোজগারের প্রধান মাধ্যম লোকাল ট্রেন বন্ধই থাকছে৷ তবে সপ্তাহে পাঁচদিন সোম থেকে শুক্রবার সকাল ৮টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত চলবে মেট্রোরেল৷ দোকান বাজারখোলার ক্ষেত্রে কোন বিধি নিষেধ থাকছে না৷ তবে জরুরী পরিষেবা ছাড়া রাত্রি ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত জনগণের গতিবিধি নিয়ন্ত্রণ বজায় থাকায রাত্রী ৯টার আগেই দোকান বাজার বন্ধ হয়ে যাবে ৷ তৃতীয় সংক্রমণের ঢেউ নিয়ে কেন্দ্রীয় সরকারের সতর্কবার্র্ত পাওয়ার কারণেই লোকাল ট্রেন বন্ধ রাখছে রাজ্য সরকার এমনটাই জানা গেছে৷